সরকার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে ভয় পায়ঃ বিএনপি

Home Page » প্রথমপাতা » সরকার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে ভয় পায়ঃ বিএনপি
শনিবার, ১১ এপ্রিল ২০১৫



3.JPGবঙ্গনিউজ ডটকমঃ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে ভয় পায়।

শনিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিটি নির্বাচনে অংশ নিয়েছি, আমরা চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু সরকার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে ভয় পায়।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

 

ড. রিপন অভিযোগ করেন, ‘কাউন্সিলরদের প্রতীক বরাদ্দে অনিয়ম হয়েছে। বিএনপি সমর্থিত প্রার্থীদের স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণা করতে দেয়া হচ্ছে না।’

তিনি বলেন, ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাসসহ সব কাউন্সিলরদের অন্তত নির্বাচনকলীন জামিন দেয়া হোক যাতে তারা নির্বিঘ্নে প্রচারণা করতে পারেন।

 

তিনি বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে-ততই চিহ্নিত সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে উঠেছে। একইসঙ্গে রাজনৈতিক মামলা দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনকে বাধাগ্রস্থ করছে সরকার।’

 

আসাদুজ্জামান রিপন বলেন, ‘দেশে বিরোধীদল না থাকলে বাকশাল হয়ে যাবে। বহুমত থাকতে হবে। কাজ করার মত সমঝোতা থাকতে হবে। তাই আপনারা হিংসা বিদ্বেস পরিহার করে সুষ্ঠু রাজনীতির পথে আসুন। আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্র দেখতে চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতাদের মুক্তি দিয়ে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:০৯:০০   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ