জয় দিয়ে শুরু করল রাজস্থান রয়েলস

Home Page » ক্রিকেট » জয় দিয়ে শুরু করল রাজস্থান রয়েলস
শনিবার, ১১ এপ্রিল ২০১৫



ipl_news_bg_460738989.jpgবঙ্গ নিউজ ডটকমঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তৃতীয় ম্যাচে জয় পেয়েছে রাজস্থান রয়েলস। কিংস ইলিভেন পাঞ্জাবকে ২৬ রানে হারিয়ে অষ্টম আসরে নিজেদের শুরুটা ভালোই করল রাজস্থান।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জর্জ বেইলির পাঞ্জাব। প্রথম ইনিংসে ব্যাট করতে এসে দলীয় ৫ রানের মাথায় ওপেনার অজিঙ্কা রাহানেকে হারায় রাজস্থান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজস্থানের নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জেমস ফকনার। ৩৩ বলে দুটি চার আর তিনটি ছয়ে ফকনার তার ইনিংসটি সাজান। এছাড়া স্টিভেন স্মিথ ২৩ বলে করেন ৩৩ ও দীপক হুদা করেন ১৫ বলে করেন ৩০ রান।

১৬৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত কোনো রান না করেই বিদায় নেন পাঞ্জাবের ওপেনার বিরেন্দর শেওয়াগ। আরেক ওপেনার মুরালি বিজয় করেন ৩২ বলে ৩৭ রান। মিডল অর্ডারে নেমে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৭ রান করে বিদায় নেন। ডেভিড মিলার ২৩, আকসার প্যাটেল ও জর্জ বেইলি প্রত্যেকে ২৪ রান করেন।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। রাজস্থানের হয়ে ৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ফকনার। এছাড়া দুটি উইকেট পান টিম সাউদি।

বাংলাদেশ সময়: ০:৫২:২৪   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ