খালেদা জিয়ার বিরুদ্ধে ১৩০টি খুনের মামলা হচ্ছে: ইনু

Home Page » প্রথমপাতা » খালেদা জিয়ার বিরুদ্ধে ১৩০টি খুনের মামলা হচ্ছে: ইনু
শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫



29.jpgবঙ্গনিউজ ডটকমঃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগুন-সন্ত্রাসের কর্মসূচি এখনো অব্যাহত আছে এবং খালেদার এই ঘরে মানে গণতন্ত্রে ফেরা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের পথে এখনো ওঠেননি। সুতরাং নির্বাচনকে তিনি আগুন-সন্ত্রাসের দুষ্কর্মকে হালাল করার কাজ হিসেবে ব্যবহার করছেন।’

শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ইনু বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনী আইন অনুযায়ী সব প্রার্থীর জন্য সমান সুযোগ দেবে। কিন্তু আগুন-সন্ত্রাসের দুষ্কর্মের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আইনের চোখে রেহাই দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে যেসব প্রার্থী নির্বাচনের মাঠে নামছেন, তারা পোড়া মানুষের গন্ধ গায়ে মেখে নামছেন। আমি ভোটার জনসাধারণকে সে ব্যাপারে সতর্ক থাকতে বলব।’

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে পরিকল্পিতভাবে ১৩০ জনের বেশি মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সুতরাং ১৩০-এর বেশি খুনের মামলা তার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে। এসব মামলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত তাদের কাজ করবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কোনো মামলা থেকেই রেহাই পাবেন না। এ নির্বাচনের সুযোগ নিয়ে উনি দম ফেলার কৌশল নিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আগুন-সন্ত্রাসীরা থাকবে না।’

কামারুজ্জামানের ফাঁসির রায় প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু আদালত তার মৃত্যুদণ্ড দিয়েছেন, সেহেতু এ ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। প্রশাসন সব নিয়ম মেনে আদালতের নির্দেশ পালন করবে এবং কার্যকর করবে।’

সার্কিট হাউসে তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। পরে সার্কিট হাউসে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৪   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ