কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের অপেক্ষায় কারা কর্তৃপক্ষ

Home Page » আজকের সকল পত্রিকা » কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের অপেক্ষায় কারা কর্তৃপক্ষ
শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫



images10.jpgবঙ্গনিউজ ডটকমঃ জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ও মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের অপেক্ষায় আছে কারা কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইবেন কিনা এ সিদ্ধান্ত এখনও জানান নি তিনি।

বৃহস্পতিবার একজন ম্যাজিস্ট্রেটের বিষয়টি জানতে চাওয়ার কথা থাকলেও, রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাননি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। প্রাণভিক্ষার বিষয়টি সুরাহা হলেই তারা পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবেন।

তবে রাতের বাকি অংশে ম্যাজিস্ট্রেটের আসার সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে কারা কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলতে পারেনি। কার্যালয় ত্যাগের সময় সিনিয়র জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এদিকে বৃহস্পতিবার সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা ছিল আগের মতো। র্যাসবের একটি দলকে নিরাপত্তার দায়িত্বে দেখা গেলেও কারাগারের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ছিল অন্যান্য দিনের মতো স্বাভাবিক।

এরআগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পাঁচজন আইনজীবী। সাক্ষাৎ শেষে বের হয়ে অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, প্রাণভিক্ষা চাইবেন কিনা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, এ ব্যাপারে ভেবে দেখতে কামারুজ্জামান সময় চেয়েছেন।

সিদ্ধান্ত না জানানো পর্যন্ত রায় কার্যকর করা যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ভাবনা-চিন্তার জন্য সময় নিতে পারবেন তিনি। একটি যৌক্তিক সময় পর তিনি সিদ্ধান্ত জানাবেন। যতক্ষণ পর্যন্ত না কামারুজ্জামান তার সিদ্ধান্ত জানাবেন, ততক্ষণ পর্যন্ত এ রায় কার্যকর করা অনুচিত। আইনগতভাবেও এ রায় কার্যকর করা ঠিক হবে না।

এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারই ম্যাজিস্ট্রেট প্রাণভিক্ষার বিষয় জানতে চাইবেন।

তিনি বলেন, যদি কামারুজ্জামান ক্ষমা চাইতে আগ্রহী হন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে হবে। আর যদি না চান, তাহলে সে অনুযায়ী দ্রুত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

গত সোমবার কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

রায়ের পর কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে তার পরিবারকে চিঠি দেয় কারা কর্তৃপক্ষ। সন্ধ্যার পর কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার স্ত্রী নুরুন্নাহার বেগম, দুই ছেলে হাসান ইকবাল ও হাসান ইমাম, মেয়ে আতিয়া নূর, ভাগ্নি রুখসানা জেবিনসহ পরিবারের ১২ সদস্য।

বাংলাদেশ সময়: ০:০৯:৫৯   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ