শ্রীনিবাসন যুগের সমাপ্তি হতে চলেসেঃ

Home Page » ক্রিকেট » শ্রীনিবাসন যুগের সমাপ্তি হতে চলেসেঃ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫



002.jpgবঙ্গনিউজ ডটকমঃ ভারতীয় ক্রিকেটে এন শ্রীনিবাসন যুগের সমাপ্তি দেখতে পাচ্ছেন দেশটির কর্তাব্যক্তিরা। বোর্ডের (বিসিসিআই) গুরুত্বপূর্ণ পাঁচ সাব-কমিটির বিন্যাস দেখে এমন মন্তব্য ভারতীয় ক্রিকেট কর্তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিলম্বিত বার্র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় পাঁচ সপ্তাহ আগে।

আর গত সোমবার গুরুত্বপূর্ণ পাঁচটি সাব-কমিটির নাম ঘোষণা করে বিসিসিআই। এর চারটি কমিটিতে পাত্তা পাননি শ্রীনিবাসনপন্থিরা। একটি কমিটির দায়িত্ব পেয়েছেন শ্রীনিবাসনপন্থি ক্রিকেট সংগঠক জি গঙ্গারাজ। অন্ধ্রপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ সভাপতি পেয়েছেন বিসিসিআই’র ট্যুর, প্রোগ্রাম ও ফিশ্চার কমিটির শীর্ষ পদ। তবে জি গঙ্গারাজের অন্য যোগাযোগটাও পরিষ্কার।

বিজেপির সংসদ সদস্য জি গঙ্গারাজের সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক বিসিসিআই’র সেক্রেটারি অনুরাগ ঠাকুরের। গতকাল ভারতের সংবাদ মাধ্যমে বিসিসিআই’র শীর্ষ দুই কর্মকর্তার উদ্ধৃতিতে বলা হয়, ‘সংস্থায় আপনার নিজের কোন পদ না থাকলে বাইরে থেকে বোর্ডের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এবারের পাঁচ সাব-কমিটি দেখে এটা পরিষ্কার হবে সবার কাছেই।’

২০০৪-০৫ সালের নির্বাচনে শারদ পাওয়ারকে হারিয়ে বিসিসিআই’র শীর্ষ পদের দায়িত্ব পান জগমোহন ডালমিয়ার পছন্দের কর্মকর্তা রণবীর সিং মহেন্দ্র। কিন্তু বোর্ডে ডালমিয়ার অনুপস্থিতিতে দ্রুতই পাশা উল্টে যায় শারদ পাওয়ারের পক্ষে। ডালমিয়াপন্থিদের সমর্থন নিয়ে বিসিসিআই’র সভাপতি নির্বাচিত হন শারদ পাওয়ার।

তবে ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)’র দায়িত্বকালে শারদ পাওয়ার বিসিসিআই’র শীর্ষ পদ অপর্ণ করেন বিশ্বাসভাজন শশাঙ্ক মনোহরের হাতে। এতে বিসিসিআই’র সেক্রেটারির দায়িত্ব পান এন শ্রীনিবাসন। তবে ফের পাশা উল্টায় দ্রুতই। শারদ পাওয়ারকে উপেক্ষা করেই পরিচালিত হয় মনোহর-শ্রীনিবাসনের বিসিসিআই কর্মকাণ্ড। তবে বিষয়টি শ্রীনিবাসনের জন্য এবার বুমেরাং।

ভারতীয় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে বিসিসিআই’র সভাপতি পদে নির্বাচন করতে পারেননি শ্রীনিবাসন। আইসিসির চেয়ারম্যান পদ নিয়ে অবশ্য নিজ দেশের ক্রিকেট বোর্ডেও ছড়ি ঘুরাচ্ছিলেন ভারতের বিতর্কিত এ ক্রিকেট সংগঠক। ভারতীয় ঘরোয়া আসর আইপিএলে জুয়ার অভিযোগ তার প্রতিষ্ঠান ইন্ডিয়া সিমেন্টের বিরুদ্ধে। এজন্য গ্রেপ্তার করা হয় তার জামাতা গুরুনাথ মায়াপ্পানকে।

আর এবারের বিশ্বকাপে সবচেয়ে নির্লজ্জ ঘটনার নায়কও শ্রীনিবাসন। আইসিসি সভাপতি মুস্তফা কামালের অধিকার হরণ করে ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন অধস্তন কর্মকর্তা এন শ্রীনিবাসন। ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ের সমালোচনা করায় বাংলাদেশের সংগঠক মুস্তফা কামালকে বঞ্চিত করা হয় এ সম্মান থেকে।

বাংলাদেশ সময়: ১৮:২১:৩৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ