কামারুজ্জামানের শেষ দুই ইচ্ছা

Home Page » আজকের সকল পত্রিকা » কামারুজ্জামানের শেষ দুই ইচ্ছা
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫



8898.jpgবিশেষপ্রতিনিধিঃবুধবার বিষণ্ণ দিন কাটিয়েছেন ফাঁসির আসামি মুহাম্মদ কামারুজ্জামান। তিনি কারও সঙ্গে কথা বলেননি। দুপুরের খাবার খাননি। দিনভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির করে কাটিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। সূত্র জানিয়েছে- কারা কর্তৃপক্ষের কাছে কামারুজ্জামান তার দুটি শেষ ইচ্ছের কথা জানিয়েছেন। এর মধ্যে একটি শুক্রবার যেন তার ফাঁসি দেয়া হয় এবং অপরটি তার ফাঁসির পর লাশের গোসল না করিয়েই পরিবারের কাছে হস্তান্তর।কারা কর্তৃপক্ষ বুধবার তাকে রিভিউ আবেদন খারিজ সংক্রান্ত আদালতের আদেশ পড়ে শোনান। এ সময় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করবেন কিনা এ প্রসঙ্গে তিনি বলেছেন, আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন।
কারাগার সূত্র জানায়, সোমবার পরিবারের সদস্যরা দেখা করে আসার পর থেকে বিমর্ষ হয়ে পড়েন কামারুজ্জামান। এর পর থেকে প্রায় নির্ঘুম রাত কাটিয়েছেন তিনি। কনডেম সেলে পায়চারির ফাঁকে ফাঁকে তাকে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।সকালে ফজরের আজানের পর তিনি নামাজ পড়েন। নামাজের পর তাকে নাস্তা দিয়ে আসেন একজন কয়েদি। নাস্তায় ছিল তিনটি আটার রুটি, গুড় ও ডাল। সেখান থেকে গুড় দিয়ে একটি রুটি খেয়েছেন তিনি।তিনি বুধবার গোসল করেননি। দুপুরের খাবার হিসেবে তাকে দেয়া হয় রুই মাছ, সবজি এবং ডাল। কিন্তু তিনি দুপুরে খাবার না খেয়ে ফিরিয়ে দিয়েছেন। শুধু পানি খেয়ে দিন পার করেছেন। রাতের খাবার হিসেবে বিকালে তাকে দেয়া হয় খাসির মাংস, ডাল, ডিম ও ভাত। কিন্তু রাত ৮টা পর্যন্ত তিনি খাবার গ্রহণ করেননি।
কারাগার সূত্র জানায়, বিকাল ৫টা ৫৫ থেকে ৬টা ৫ মিনিট এ সময়ের মধ্যে কামারুজ্জামানকে আপিল বিভাগের আদেশের কপি পড়ে শোনানো হয়। রায় শোনানোর পর তিনি প্রাণভিক্ষা চাইবেন কিনা জানতে চাওয়া হয়। কিন্তু কারা কর্তৃপক্ষের কথায় তিনি ভ্রুক্ষেপ করেননি। রায় পড়ে শোনানোর সময় কোরআন তেলাওয়াত করছিলেন। ৪-৫ বার প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাওয়া হয়। এরপর তাকে আবেদনের ফরম দেয়া হয়। তাকে বলা হয়, এটা নিয়ম, আপনাকে স্পষ্ট জানাতে হবে। তখন একপর্যায়ে বলেন, আমি এখন কিছু বলব না, আইনজীবীর সঙ্গে কথা ও পরিবারের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেব। প্রাণভিক্ষার বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হলে তিনি একই জবাব দেন। এরপর জেল সুপার আইজি প্রিজনের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে এসে তিনি বলেন, কামারুজ্জামান এক দিন সময় চেয়েছেন। আজ সকাল ১১টায় তার আইনজীবীরা তার সঙ্গে দেখা করবেন। কারা কর্তৃপক্ষ তার আইনজীবী শিশির মনিরকে সকাল ১১টায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৬   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ