নিজের এতিমখানার পাশে দাফন হবে কামারুজ্জামানের

Home Page » প্রথমপাতা » নিজের এতিমখানার পাশে দাফন হবে কামারুজ্জামানের
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫



88.jpgবঙ্গনিউজ ডটকমঃ শেরপুরের বাজিতখিলা এলাকার নিজগ্রামে প্রতিষ্ঠিত এতিমখানার পাশে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত কামারুজ্জামানের লাশ দাফনের প্রস্তুতি চলছে। ৮ এপ্রিল বুধবার বিকেলে বাজিতখিলা মুদিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, এতিমখানার পশ্চিম পাশের রাস্তা সংলগ্ন স্থানে একটি ধানক্ষেতের কাঁচা ধান কেটে সেখানে ট্রাকে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে।

স্থানীয় উৎসুক লোকজন সেখানে ভীড় করে আছে। কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিন ও পরিবারের লোকজন সেখানে উপস্থিত থেকে দাফনের জন্য কবরস্থান তৈরী করার কাজ তদারক করছেন।

কামারুজ্জামানের ছোট ভাই মো. কফিল উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, কামারজ্জামানের ইচ্ছা ছিল তার মৃত্যুর পর লাশ তার প্রতিষ্ঠিত এতিমখানার পাশে যেন দাফন করা হয়। সেই মোতাবেক লাশ দাফনের জন্য পারিবারিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফাঁসি কার্যকরের পর তার লাশ আমাদের পরিবারের কাছে হস্তান্তর ও দাফনের জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি।

কামারুজ্জামানের ভাতিজা ফারুক হোসেন (৩৮) বলেন, কামারুজ্জামান শেরপুরের কৃতি সন্তান। তিনি নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া তিনি এলাকার গরীব-দু:খী মানুষের সেবাও করেছেন। আমরা চাই তার লাশ শেরপুরের মাটিতেই দাফন করা হউক।

এদিকে জামায়াত নেতা কামারুজ্জানের লাশ শেরপুরে দাফন না করার জন্য শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরুর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট কামারুজ্জামানের এ স্মারকলিপি প্রদান করেন।জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, মুক্তিযোদ্ধা সংসদের একটি স্মারকলিপি পেয়েছি, তা উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বাংলাদেশ সময়: ১১:৪২:৪৬   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ