কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে আইনজীবী দল কেন্দ্রীয় কারাগারেঃ

Home Page » প্রথমপাতা » কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে আইনজীবী দল কেন্দ্রীয় কারাগারেঃ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫



45.jpgবঙ্গনিউজ ডটকমঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে আট সদস্যের একটি আইনজীবী দল ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে উপস্থিত হয়েছেন।

 

বৃহস্পতিবার বেলা ১০টা ৪০ মিনিটের দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মো. মুনিরের নেতৃত্বে তারা কারাগারে আসেন। এরপর ১০টা ৫৫ মিনিটে এদের মধ্যে পাঁচজনকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হয়।

 

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট শিশির মো. মুনির। তিনি বলেন, কামারুজ্জামান আইনজীবীদের সঙ্গে কথা বলার আগ্রহ কারা কর্তৃপক্ষের কাছে জানানোর পর আমাদের ডাকা হয়েছে। কী কথা হয়, কোন বিষয়ে তিনি আমাদের বলেন তা সাক্ষাৎ শেষে সাংবাদিকদের অবহিত করা হবে।

আট সদস্যের আইনজীবী প্রতিনিধি দলে রয়েছেন- শিশির মো. মুনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. আসাদ উদ্দিন, মুজাহিদুল ইসলাম শাহিন, তারিক ইসলাম, গাজী তানিম ও মুজিবুর রহমান।

 

এদের মধ্যে প্রথম পাঁচজনকে কারাগারে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। বাকিরা কারাগারের বাইরে অবস্থান করছেন।

 

এদিকে, কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী বঙ্গনিউজ ডটকম- কে বলেছেন, ‘আইনজীবীরা বাবার সঙ্গে কথা বলার পর পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা পরিবারের সদস্যরা সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এর আগে গতকাল বুধবার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ১১টায় কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীদের এই সাক্ষাতের অনুমতি দেয়।

বাংলাদেশ সময়: ১০:৫৯:০১   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ