১৩ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)।

Home Page » আজকের সকল পত্রিকা » ১৩ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫



ec_logo_sm_340796882.jpgবঙ্গ নিউজ ডটকমঃ হাইকোর্টের আদেশে মনোনয়নপত্রের বৈধতা পাওয়া ১৩ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আপিল করা হবে বলে ইসির আইন শাখার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ওই ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্রের বৈধতা পেয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল পাঁচটার মধ্যে মনোনয়পত্র জমা না দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাদের আবেদন নাকচ করে দিয়েছিলেন।

সংবিধানের ১২৫ অনুচ্ছেদে বলা হয়েছে, কোন আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা করেছে এরূপ কোনো নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করে, অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ওই ১৩ জনের মনোনয়নপত্র গ্রহণ বিষয়ে হাইকোর্ট সময় স্বল্পতার কারণে ইসিকে নোটিশ কিংবা শুনানির সুযোগ দিতে পারেনি। তবে ইসির যুক্তি হচ্ছে কাউন্সিলর প্রার্থীরা যেভাবে আদালতের শরণাপন্ন হয়ে মনোনয়নপত্র নেওয়ার জন্য আদেশ নিয়ে এসেছে, ভবিষ্যতে তফসিল ঘোষণার পরে একই রকম অবস্থা চলতে থাকলে জটিলতা তৈরি হবে। তাই হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।

আপিলে কমিশন জিতলে অবশ্যই ওই কাউন্সিলরদের প্রার্থিতা বাতিল হবে। যদি রায় আসতে দেরি হয় এবং ইসির পক্ষে রায় আসে, তবে প্রার্থী নির্বাচনে জয়লাভ করলেও তার প্রার্থিতা হারাবেন।

ওই প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর সিটি নির্বাচনের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম, শাহানাজ হাবীব, নার্গিস বেগম বেবী, মাহবুব ফয়েজ ও আলেয়া খাতুন।

এছাড়া দক্ষিণ সিটিতে সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন আবদুল কাদির, মকবুল ইসলাম খান টিপু, সংরক্ষিত প্রার্থী শামীমা জাহান লাজু, শামসুন নাহার, রুমা আক্তার ও মনোয়ারা বেগম।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ইসির যুগ্ম সচিব মো. শাহজাহান সাংবাদিকদের জানিয়েছেন, অবশ্যই আমরা আপিল করবো। কেননা, আপিল করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩৯:৪৬   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ