বঙ্গ নিউজ ডটকমঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা রাইট রাইডার্স এবং ২০১৩’র চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৮ রান। ৯ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক কলকাতা।
দলের হয়ে ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। দলীয় ৮ রানের মাথায় মুম্বাইয়ের ওপেনার অ্যারন ফিঞ্চ সাজঘরে ফেরেন। ইনিংসের দ্বিতীয় ওভারে তাকে ফেরত পাঠান মরনে মরকেল। উমেস যাদবের তালুবন্দি হওয়ার আগে ফিঞ্চ করেন মাত্র ৫ রান। এরপর দলীয় ৩৭ রানের মাথায় দলের দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় মুম্বাই।
নিজের প্রথম ওভারেই আদিত্য তারেকে যাদবের তালুবন্দি করেন কলকাতার হয়ে খেলা আর আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান। সাকিবকেতুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৭ রান করে বিদায় নেন তারে। আর কোনো রান যোগ না করতেই সাজঘরের পথ ধরেন আম্বাতি রাইডু। মরকেলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন রাইডু।
দলীয় ৩৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারালেও রানের চাকা সচল রাখের দলপতি রোহিত শর্মা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে খেলেন অপরাজিত ৯৮ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস। তার ৬৫ বলের ইনিংসে ছিল ১২ টি চার আর ৪টি ছয়। এছাড়া ৪১ বলে ৪টি চার আর ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন কোরি অ্যান্ডারসন।
বোলিংয়ে মাত্র এক উইকেট পেলেও কলকাতার সফল বোলার হতে পারতেন সাকিবই। বিশ্বসেরা এ অলরাউন্ডারের বল তুলে মারতে গিয়ে মুম্বাইয়ের ব্যাটসম্যানরা আরও দুইবার ক্যাচ তুলে দেন। ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল এবং প্রোটিয়া তারকা মরকেল সহজ দুটি ক্যাচই নিতে ব্যর্থ হলে এক উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাকিবকে।
১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১৩ রানের মাথায় বিদায় নেন কলকাতার ওপেনার রবিন উথাপ্পা। আরেক ওপেনার গম্ভীর করেন ৫৭ রান। ৪৩ বলের মোকাবেলায় কলকাতা দলপতির ইনিংসটি ছিল ৭টি চার আর একটি ছয়ে সাজানো। এছাড়া তিন নম্বরে নামা মনিষ পান্ডে করেন ৪০ রান (মাত্র ২৪ বলে)। তার ইনিংসে ছিল দুটি চার আর তিনটি ছক্কা।
শেষ দিকে ব্যাটে ঝড় তুলে ২০ বলে অপরাজিত ৪৬ রানের একটি ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সূর্য্যকুমার যাদব। তার ইনিংসে একটি চারের সাথে ছিল ৫টি ছক্কার মার। এছাড়া ১২ বলে একটি করে চার ও ছয়ে ইউসুফ পাঠান ১৪ রান করে অপরাজিত থাকেন।
মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট পান কোরি অ্যান্ডারসন, বুমরাহ এবং হরভজন সিং।
বাংলাদেশ সময়: ০:৩৪:২৯ ৩৫৮ বার পঠিত