বঙ্গনিউজ ডটকমঃ আমাদের এই ছোট্ট দেশটি যে মেধা ও প্রতিভায় কোন দিক দিয়ে পিছিয়ে নেই, কেবল প্রয়োজন উপযুক্ত পৃষ্ঠপোষকতার- এই সত্যটি অতীতে অনেকেই প্রমাণ করেছেন। আরও একবার প্রমাণ করলেন অধ্যাপক তাহের এ সাইফ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর নেতৃত্বে পরিচালিত একটি গবেষক দল তৈরি করেছেন স্ব শক্তিতে চালিত পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র বায়ো রোবট। এই বায়ো রোবট চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলেই আশা করছেন গবেষকরা। সম্প্রতি প্রথমবারের মতো এমন সাফল্যের খবরটি বিশ্বখ্যাত বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে।
তাঁদের আবিষ্কার সম্পর্কে দুটি কথাঃ
রক্তনালিতে রক্ত জমাট বেঁধে গেলে কিংবা ক্যানসার আক্রান্ত রোগীর কোষে নির্দিষ্ট স্থানে ওষুধ দিতে গেলে প্রয়োজন হয় অতি ক্ষুদ্র কোনো একটি যন্ত্রের। চিকিৎসকদের এমন একটি উপকরণের স্বপ্ন অনেক দিনের, যা শরীরের ভেতরে ঠিক যেখানে প্রয়োজন সেখানেই ওষুধ দিতে পারবে কিংবা নিজে থেকে রক্তনালির ভেতরের জমাট বাঁধা রক্তকে সরিয়ে দিতে পারবে।
চিকিৎসকদের সেই স্বপ্নের স্বচালিত উপকরণটি তৈরির পুরো গবেষণাটি হয়েছে বাংলাদেশি অধ্যাপক তাহের এ সাইফের নেতৃত্বে। গবেষক দলটি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রোবট। অতি ক্ষুদ্র এ বায়োরোবটটি মানুষের হৃৎস্পন্দনের মতোই বিভিন্ন বিষয় বুঝতে পারে। স্বশক্তিতে চালিত এ রোবট একটানা কয়েক বছর ধরে সাঁতারও কাটতে পারবে। এই অতি ক্ষুদ্র চিকিৎসক রোবটটির নাম দেওয়া হয়েছে রোবটিক বায়োলজিক্যাল সুইমার (বায়ো-বট সুইমার)। যেহেতু এটি জীবন্ত কোষের সঙ্গে কাজ করেন তাই এটি চালাতে আলাদা কোনো ব্যাটারির দরকার হয় না।
একদল বিজ্ঞানীসহ দীর্ঘদিনের গবেষণা শেষে তৈরি হয় এ রোবট। রোবট নিয়েই যে শুধু সাইফের কাজ তা কিন্তু নয়, তৈরি করেছেন মেশিনস অব মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমস (এমইএমএস) নামের অতি ক্ষুদ্রকায় যন্ত্র। তাদের তৈরি রোবটের মতোই এগুলো এতই ক্ষুদ্র যে এর আকার মানুষের চুলের চেয়েও ছোট, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়! বিশেষ করে বর্তমানে গাড়ি, ক্যামেরা, টেলিভিশন, কম্পিউটারে এ যন্ত্র ব্যবহৃত হয়। গবেষণাগারে ১০০ ন্যানো মিটারের চেয়ে ছোট নানা ধরনের যন্ত্রও তৈরি হয়। এমন সব গবেষণায় দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন ন্যানো প্রযুক্তি বিশেষজ্ঞ তাহের এ সাইফ।
একজন গবেষক তাহের এ সাইফঃ
এ ছাড়া তিনি একই বিশ্ববিদ্যালয়ের এমইএমএস পরীক্ষাগারেরও পরিচালক। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তিনি।
প্রযুক্তি দিয়ে যা তৈরি হয় সেটিকেই জীবনের সঙ্গে যুক্ত করার বিষয় নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি। আর এই গবেষণাগুলো হয় অতি ক্ষুদ্রকায় বস্তু, যেগুলোর আবার এক মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগ মাত্র।
কাজের স্বীকৃতি হিসেবে তাহের সাইফ জেরক্স পুরস্কার, আমেরিকার জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের ক্যারিয়ার পুরস্কারসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
উচ্চমাধ্যমিকে ঢাকা বোর্ডে চতুর্থ হয়ে বুয়েটে ভর্তি হন সাইফ। পুরকৌশল বিভাগেও প্রথম হন এবং বুয়েটে প্রভাষক হিসেবে যোগ দেন। বুয়েটের পুরকৌশল বিভাগের সেই সময়কার শিক্ষক এবং বর্তমানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক। প্রথম আলোকে জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘ছাত্রজীবন থেকেই সাইফ অনেক মেধাবী এবং কর্মোদ্যোমী। নিজের গবেষণার পাশাপাশি সে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও ন্যানো প্রযুক্তি নিয়ে ভিডিও তৈরি করেছে, যা দেখে শিক্ষার্থীরা সহজে ন্যানো প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।’
ব্যক্তিগত জীবনে তিনিঃ
তাহের এ সাইফের জন্ম ঢাকায়। বাবা সাইফুর রহমান সরকারি চাকরিজীবী হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কেটেছে ছোটবেলার সময়। একটি বিখ্যাত পত্রিকাকে সাইফ জানান, ‘বিভিন্ন ছোট শহরে সময় কাটানোর ফলে আমার সব সময়ের খেলনা ছিল পিং পং বল। এ ছাড়া আমি জুতার বাক্সকে গাড়ি বানিয়ে সে সময়ে খেলতাম। তবে আমার মা তাহেরা বেগম প্রচুর বিজ্ঞান, কবিতা, উপন্যাস, ইতিহাসবিষয়ক বই পড়তেন। মায়ের পড়ার সুবাদে আমিও এসব বই পড়তাম। আমার আজকের এ অবস্থানে আসার পেছনে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা।’
শিক্ষক স্ত্রী শাহনীলা চৌধুরী এবং দুই সন্তান ফারযাদ সাইফ এবং ফাইজা সাইফ নিয়ে সংসার তাহের এ সাইফের। বাংলাদেশের তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের জন্য তাঁর পরামর্শ হচ্ছে, এমন একটি গবেষণার বিষয় খুঁজে নেওয়া উচিত, যা সত্যিকার অর্থেই কাজের এবং যা নিজেই বিশ্বাস করেন। তৈরি করতে হবে নতুন প্রশ্নও। কারণ এমন একটি প্রশ্ন তার উত্তর নিজেকেই বের করতে হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩২:১৯ ৩৭০ বার পঠিত