কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি শুরু

Home Page » প্রথমপাতা » কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি শুরু
বুধবার, ৮ এপ্রিল ২০১৫



113.jpgবঙ্গনিউজ ডটকমঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের একটি গোপন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট গোপন সূত্র মতে আজ বুধবার রাতের যেকোন সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, যেহেতেু কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া চূড়ান্ত রায়ে আপিল বিভাগের চার বিচারপতি সই করেছেন এবং সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রনালয় হয়ে বিকেলে মধ্যেই কারা কতৃপক্ষের কাছে আদেশটি পৌঁছবে অতএব আজ রাতের যেকোন সময়ই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আজ বিকেল ৩ টার কিছু আগে ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া চূড়ান্ত রায়ে সই করেন আপিল বিভাগের চার বিচারপতি। আদালত সূত্র জানায়, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফিরোজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী চূড়ান্ত রায়ে সই করেন।

গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের কনিষ্ঠ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী রায়ের খসড়াটি তৈরি করেন। পরে ৩৬ পাতার ওই রায়ের কপি তিনি উপস্থাপন করেন প্রধান বিচারপতি এস কে সিনহার কাছে। বিধি অনুসারে রায়টি প্রধান বিচারপতির বেঞ্চের অপর দুই বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছেও পাঠানো হয়। চার বিচারপতি খসড়াটি সই করার পর চূড়ান্ত রায় তৈরি করা হয়।

চূড়ান্ত রায়ে সইয়ের পর আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে তা পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকে রায়ের অনুলিপি কারা কর্তৃপক্ষের কাছে যাবে।

এর আগে ৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন।

গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের জ্যেষ্ঠ চার বিচারপতির বেঞ্চ কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারপতি। ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের আইজিপি (প্রিজন), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কারাগারে কামারুজ্জামানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩৪   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ