সিটি নির্বাচনে বেগম জিয়ার সমর্থন চেয়েছেন মাহী বি. চৌধুরীঃ

Home Page » প্রথমপাতা » সিটি নির্বাচনে বেগম জিয়ার সমর্থন চেয়েছেন মাহী বি. চৌধুরীঃ
বুধবার, ৮ এপ্রিল ২০১৫



421.jpgবঙ্গনিউজ ডটকমঃ সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমর্থন চেয়েছেন ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী মাহী বি. চৌধুরী।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমর্থন চান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সাবেক সংসদ সদস্য মাহী বলেন, ‘আমি বিএনপি-জোটের কেউ নই। তবে জাতীয়তাবাদের সঙ্গে আমি পরিচিত এবং একই সঙ্গে জাতীয়তাবাদের আদর্শকে লালন করি।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি জাতীয়তাবাদের অনুসারী হয়ে তাদের সমর্থন প্রত্যাশা করতে পারি। তারুণ্যের ভাবনাকে যদি দেশনেত্রী গুরুত্ব দেন তাহলে এটা হবে একটা মাইলফলক। কারণ দেশনেত্রী নতুন ধারার রাজনীতি চান।’

মাহী বলেন, ‘মনোনয়ন পত্র দাখিলের সময়তো আমি জানতাম না যে মিন্টু ভাই এমন ভুল করবেন। এখনো উনার মনোনয়ন বাতিল হয়নি। শনিবারে একটি আপিল আছে। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার সমর্থন চাওয়ার একটি সুযোগ হয়েছে। তাই আমি জাতীয়তাবাদী শক্তি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন চাই।’

সমর্থনে পেতে খালেদা জিয়ার কাছে গিয়েছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখনো যাইনি, তবে তিনি যেহেতু উত্তরের ভোটার উনার কাছে তো যেতেই হবে। তাছাড়া সিনিয়র নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে, হচ্ছে।’

সংবাদ সম্মেলনে নিজের সংক্ষিপ্ত নির্বাচনী ইশতেহার তুলে ধরে মাহী বলেন, ‘আমার নির্বাচনের মূল শ্লোগান- প্রজন্ম শহর। আমরা প্রজন্ম পরিবর্তন চাই। অহিংস রাজনীতির কর্মকাণ্ড দেখতে চাই। কর্মসূচিভিত্তিক রাজনীতির কর্মসূচি দেখতে চাই।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সম্পৃক্ততা, গণতান্ত্রিকভাবে নির্বাচন করা এবং দায়িত্ব গ্রহণের পর সময়মতো অঙ্গীকারগুলো পূরণ করলেই আমরা প্রজন্ম শহর পাবো।’

উত্তর সিটির মানুষের ভাবনা তুলে ধরে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর এই ছেলে বলেন, ‘উত্তর সিটিতে ৬০ শতাংশ লোক মধ্যবিত্ত, তারা মানুষের কাছে বিক্রি হয় না। তারা জীবনের নিরাপত্তা, চলমান ঢাকা এবং আলোকিত একটি নগরী চায়।’

তিনি বলেন, ‘আমি মেয়র হলে সাত ধাপে একটি পরিকল্পনা করবো পরিবর্তনের জন্য। প্রথম একশ দিনের একটি প্ল্যান থাকবে। তারপরে আড়াই বছর। প্রত্যেক মেয়াদের পরে একটি রিপোর্ট পেশ করবো। প্রয়োজন অনুযায়ী করনীয় ঠিক করবো।’

সম্পদ নিয়ে এক প্রশ্নের জবাবে মাহী বলেন, ‘ঢাকা উত্তর সিটিতে সবাই বড় বড় ব্যবসায়ী। আমি তাদের মতো বড় ব্যবসায়ী নই। তারপরেও তাদের থেকে আমার সম্পদ বেশি, আমি দুর্নীতি করি না। এটা আমাদের বংশের ৮০ বছরের ঐতিহ্য, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশংসা করে তিনি বলেন, ‘উত্তরে যারা আছেন তারা সবাই যোগ্যতাসম্পন্ন, রুচিশীল মানুষ। তাবিথ অত্যন্ত ভদ্র ছেলে, অনেক ধনসম্পদের মধ্যে বড় হলেও তার আচরণে কখনো তা প্রকাশ পায়নি। আনিসুল ইসলাম সাহেবও রুচিশীল ও সংস্কৃতিমনা মানুষ।’

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৩   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ