আই পি এল খেলার উদ্বোধন আজ।

Home Page » ক্রিকেট » আই পি এল খেলার উদ্বোধন আজ।
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫



ipl-8-team-captains-list.jpgবঙ্গ নিউজ ডটকমঃ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বলিউডের একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রীসহ নামীদামী গায়ক-গায়িকারা এতে পারফর্ম করবেন।

আজ উদ্বোধন হলেও বল মাঠে গড়াবে আগামীকাল বুধবার। এদিন ইডেনে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

উদ্বোধনী অনুষ্ঠানটি হবে দুই ঘণ্টাব্যাপী। এতে অংশ নিতে ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিরাট কোহলির বান্ধবী হিসেবে নয়, আনুশকা যাচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে।

শুধু আনুশকা নয়, থাকছেন বলিউডের আরো নামীদামী তারকারাও। যার মধ্যে আছেন ঋতিক রোশন ও শাহিদ কাপুর। এছাড়া থাকছেন ফারহান আক্তার ও তার ব্যান্ড দল এবং সুরকার প্রীতম ও তার ব্যান্ড দলসহ আরো অনেকে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাইফ আলি খান।

পরে ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের শপথবাক্য পাঠ করাবেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের টিম ডাইরেক্টর রবি শাস্ত্রী।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের আগে আইপিএল পরিচালনা কমিটি ঢেলে সাজিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ডাগমোহন ডালমিয়া।

তিনি আইসিসির বর্তমান বিতর্কিত চেয়ারম্যান ও ভারতীয় বোর্ডের সাবেক প্রধান নারায়ণস্বামী শ্রীনিবাসন অনুসারিদের ঝেটিয়ে বিদায় করেছেন।

সোমবার দুপুরে সল্টলেকে এসে ডালমিয়া আইপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে রাজীব শুক্লার নাম ঘোষণা করেন। দুই বছর বাদে স্বপদে ফিরলেন তিনি।

সৌরভ গাঙ্গুলিকে বিনা বাক্যব্যয়ে শ্রীনি টেকনিক্যাল কমিটি প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। সৌরভ সসম্মানে ফেরত এলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে। রবি শাস্ত্রী স্বপদে বহাল রয়েছেন। সরানো হয়েছে গুন্ডাপ্পা বিশ্বনাথকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডে তিনটে কমিটি প্রধানের পদ সবচেয়ে লোভনীয়। আইপিএল, ফিনান্স আর মার্কেটিং। তিনটেতেই ডালমিয়া বসিয়েছেন শ্রীনি বিরোধী শিবিরের লোক।

তিন কমিটির প্রধানের মধ্যে আরো মিল, এরা প্রত্যেকেই শ্রীনি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এবারের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। রাজীব শুক্লা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, চেতন দেশাই।

শ্রীনি চেয়েছিলেন আইনজীবী ঊষানাথ বন্দ্যোপাধ্যায়কে সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে বহালের সিদ্ধান্ত অবিলম্বে তুলে নিক ডালমিয়া। শ্রীনি মনে করেন ঊষাবাবু নানা ভাবে আদিত্য বর্মাকে সাহায্য করেছেন এবং টেলিভিশন অনুষ্ঠানে শ্রীনির বিরুদ্ধে বলেছেন। ডালমিয়া পাত্তাই দেননি। ঊষাবাবুকে সরানওনি।

শ্রীনি চেয়েছিলেন বিশ্বরুপ দে-কে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করতে। কিন্তু তাকে করা হয়েছে মিডিয়া কমিটির চেয়ারম্যান। তাকে ডালমিয়া ফিনান্স কমিটিতেও রেখেছেন কিন্তু ওই পদটা দেননি।

সুবীর গঙ্গোপাধ্যায় আগের বারের মতোই আইপিএল কাউন্সিলে আছেন। গতবার কমিটিতে বাংলার অবস্থান মোটেই সন্তোষজনক ছিল না। সেখানে এবার শৃঙ্খলারক্ষা কমিটির হেড ডালমিয়া নিজেকেই রেখেছেন। মার্কেটিং কমিটিতে রেখেছেন চিত্রক মিত্র এবং গৌতম দাশগুপ্তকে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:২৮   ২১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ