বার্সেলোনার সর্বকালের সেরা মিডফিল্ডার হলেন ‘জাভি’

Home Page » এক্সক্লুসিভ » বার্সেলোনার সর্বকালের সেরা মিডফিল্ডার হলেন ‘জাভি’
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫



xavi-hes-not-all-bad-ykn-007.jpgখোকন-ক্রীড়া ডেস্ক: দীর্ঘ ১৭ বছর ধরে বার্সেলোনার জার্সিতে খেলছেন জাভি হার্নান্দেজ। এরই মধ্যে কাতালান ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ক্লাবের অনেক শিরোপা জয়ের সারথিও তিনি।

এই কিংবদন্তিকে বার্সেলোনার সর্বকালের সেরা মিডফিল্ডার বলে আখ্যায়িত করেছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। সেই সঙ্গে জাভি যেকোনো সময় ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলেও জানিয়েছেন বার্সা সভাপতি।

গত রোববার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার জয়ের অন্যতম কারিগর ছিলেন ৩৫ বছর বয়সি জাভি। বদলি হিসেবে মাঠে নামা এই মিডফিল্ডারের ফ্রি-কিক থেকেই হেডে গোল করেন দলকে ১-০ ব্যবধানের জয় এনে দেন জেরেমি ম্যাথিউ।

জাভিকে নিয়ে বার্সা সভাপতি বার্তেমেউ বলেন, ‘জাভি সব সময়ই অপরিহার্য, সে ক্লাব ইতিহাসের সবচেয়ে সেরা মিডফিল্ডার। সব সময়ই সে দারুণ খেলে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

29-05-09_xavi_copas_01-optimizedv1359388669.jpgকিছুদিন আগে কাতারের ক্লাব আল সাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন জাভি। বিষয়টি নিয়ে বার্সা সভাপতি বলেন, ‘আমি জানি সে তার পরিবারকে সঙ্গে নিয়ে কাতারে গিয়েছিল। তবে সেখানে কিছুই হয়নি। সে নিজেও জানে যে, আরো এক বছর সে ক্লাবে থাকতে অথবা ছাড়তে পারে। এটা তার নিজের সিদ্ধান্ত। যে সিদ্ধান্তই সে নেবে, সেটাই ভালো হবে।’

১৯৯৮ সালে বার্সায় অভিষেকের পর থেকে এ পর্যন্ত ৭৫১ ম্যাচ খেলেছেন জাভি। ৮৪ বার বল প্রতিপক্ষের জালেও জড়িয়েছেন কিংবদন্তি এই মিডফিল্ডার।

বাংলাদেশ সময়: ১৩:২৬:৪৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ