কোচ ওয়াকার ইউনিসকে সমালোচনা করেছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক

Home Page » ক্রিকেট » কোচ ওয়াকার ইউনিসকে সমালোচনা করেছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫



বঙ্গ নিউজ, ঢাকা।

waqarmain300.jpg

এবার পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনিসকে সমালোচনা করেছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তিনি বলেন, ‘আমার বলতে কষ্ট হচ্ছে ওয়াকার গ্রেট বোলার কিন্তু কোচ হিসেবে ভাল নন।’

সম্প্রতি বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের। এমন ঘটনায় মোটেই অবাক হননি রাজ্জাক। বলেছেন, ‘সিনিয়র প্লেয়ারদের নিয়ে গোপন এজেন্ডা আছে ওয়াকারের। যখন উনি কোচ হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন তখন থেকেই তাদের (সিনিয়র) ক্যারিয়ার ধ্বংসের পরিকল্পনায় ব্যস্ত তিনি।’

এখানেই থেমে যাননি রাজ্জাক। বার্তা সংস্থা পিটিআইকে তিনি আরও বলেছেন, ‘২০১১ সালে প্রথম জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ন নেন ওয়াকার। তথন তিনি টার্গেট করেন আমাকে এবং মোহাম্মদ ইউনুসকে। দেখুন, এর পরই আমরা জাতীয় দল থেকে ছিটকে গেছি। একই অস্ত্র তিনি ব্যবহার করেছেন শহীদ আফ্রিদির ক্ষেত্রেও।’

প্রতিভাবান ও উদীয়মান তরুণদের আয়ত্তে এনে সিনিয়রদের দল থেকে তাড়ানোর চেষ্টা করছেন ওয়াকার। এমন পরিকল্পনা দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে মনে করেছেন ৩৫ বছর বয়সী রাজ্জাক। এখনো ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি তিনি। জাতীয় দলের হয়ে এখন অবধি ২৬৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৬৯টি উইকেট পেয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৫০৮০ রান।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৩৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ