এবার হৃদয় খানের গোপন হাঁড়ি ভাঙলেন সুজানা

Home Page » বিনোদন » এবার হৃদয় খানের গোপন হাঁড়ি ভাঙলেন সুজানা
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫



34.jpgবঙ্গনিউজ ডটকমঃ দীর্ঘদিন প্রেম করেছেন গায়ক ও সংগীত পরিচালক হৃদয় খান ও মডেল সুজানা। প্রেমের পরিণতি হিসাবে ২০১৪ সালের আগষ্ট মাসে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তবে সোমবার (আজ) বিকেল চারটার দিকে ঢাকার মনিপুরিপাড়ায় একটি কাজি অফিসে গিয়ে তালাকনামায় স্বাক্ষর করেছেন হৃদয় খান।

বিয়ের মাস তিনেক খুব ভালোই কাটছিল তাদের। কিন্তু এর পরেই দাম্পত্য জীবনে টানাপোড়েন নেমে আসে। গত চার মাস থেকে আলাদা ছিলেন তারা। এর আগে ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একটি মেয়েকে পালিয়ে বিয়ে করেছিলেন হৃদয় খান। ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসার ভেঙে যায়।

অন্যদিকে সুজানা, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদেকে প্রথম বিয়ে করে। সুজানার সে বিয়ে টিকে মাত্র তিন মাস। হৃদয় খান তাদের বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে যেন কিছুই জানাতে চান না। সুজানার মুখেও কুলুপ।

পরে সুজানা হৃদয় খানের গোপন হাঁড়িতে হাত দেন। তিনি জানান, বিয়ের পরই হৃদয় খানের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। তিনি বলেন, আমার কাজ ও পরিবারকে অসম্মান করতে শুরু করে হৃদয়। হৃদয় তার ফেসবুক অ্যাকাউন্টে, ফ্যান পেজে, পত্রিকা ও টেলিভিশনে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে আমাকে প্রচণ্ড ভালোবাসে বলে দাবি করেছে। কিন্তু হৃদয় তার চরিত্রে পরিবর্তন আনতে পারেনি।

কিন্তু তার কথা আর কাজের সঙ্গে আমি ও আমার পরিবার কোনো ধরনের মিল খুঁজে পাইনি। এটা আমার সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না। তিনি বলেন আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেও পারি নি। আর এ কারণেই আমি হৃদয়ের সাথে সম্পর্কে ছেদ করি।

বাংলাদেশ সময়: ১২:৩৭:১২   ৩২৮ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ