৪৪২ কোটি টাকার প্রকল্প কার্যক্রম স্থগিতকরেছে ই সি ।

Home Page » অর্থ ও বানিজ্য » ৪৪২ কোটি টাকার প্রকল্প কার্যক্রম স্থগিতকরেছে ই সি ।
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫



ec_gov_sm_254619636.jpgবঙ্গ নিউজ ডটকমঃ ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪২ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প কার্যক্রম স্থগিত করেছে পরিকল্পনা কমিশন।নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়ার পরপরই প্রকল্প দুটি স্থগিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সোমবার(৬ এপ্রিল’২০১৫)বিকেলে ইসির উপ-সচিব সামসুল আলম উন্নয়ন প্রকল্প স্থগিত রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে চিঠি পাঠায়। এর পরপরই প্রকল্প দুটি স্থগিত করে পরিকল্পনা কমিশন।

সামসুল আলমের পাঠানো চিঠিতে বলা হয়, নির্বাচনী বিধি নিষেধ থাকা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি করপোরেশনভূক্ত ১০টি ওয়ার্ডের উন্নয়নে একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার উঠতে যাচ্ছে। আলোচ্য প্রকল্প সংক্রান্ত সকল কার‌্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ইসি।

২০০ কোটি টাকার ওই প্রকল্পটির নাম ‘কনস্ট্রাকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অব রোডস, ড্রেইনস অ্যান্ড ফুটপাতস অব গুলশান, বনানী অ্যান্ড বারিধারা ডিপ্লোমেটিক এরিয়াস’।

এর আগে গত ২৯ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচনী এলাকায় নতুন করে কোনো প্রকাল্পের অনুমোদন, গ্রহণ বা অর্থ ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলো ইসি।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ইসির নির্দেশনাটি পৌঁছার সাথে সাথে একনেক সভার কার‌্যতালিকা থেকে প্রকল্পটি বাদ দেওয়া হয়েছে।

সূত্র আরো জানায়, উত্তর সিটির ওই প্রকল্পটি ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। ‘অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ’ নামের ওই প্রকল্পটি ২৪২ কোটি টাকার।

বাংলাদেশ সময়: ১১:০৯:৫৬   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ