বক্স-অফিসে ‘ফিউরিয়াস সেভেন’-এর ঝড়

Home Page » বিনোদন » বক্স-অফিসে ‘ফিউরিয়াস সেভেন’-এর ঝড়
সোমবার, ৬ এপ্রিল ২০১৫



19.jpgবঙ্গনিউজ ডটকমঃ শুক্রবার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বক্স-অফিসে ঝড় তুলেছে ‘ফিউরিয়াস সেভেন’-এর আয়ের গতি। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম এই সিকুয়াল প্রথম দিনেই আয় করে নিয়েছে ছয় কোটি সাত লাখ ডলার। নির্মাতারা আশা করছেন ইস্টার সানডের ছুটির সুবাদে সিনেমাটি প্রথম তিন দিনেই আয় করে নেবে ১৫ কোটি ডলারের বেশি।

যুক্তরাষ্ট্রে ৩ এপ্রিল মুক্তি পাওয়া সিনেমাটি প্রদর্শিত হচ্ছে চার হাজার পর্দায়। প্রথম দিনই আশাতীত ব্যবসা করায় ‘ফিউরিয়াস সেভেন’-এর সামনে এখন অনেকগুলো রেকর্ড গড়ার হাতছানি।

প্রয়াত অভিনেতা পল ওয়াকার, ভিন ডিজেল, ডোয়েইন জনসন অভিনীত সিনেমাটি এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সর্বকালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের রেকর্ডের তালিকায় ঢোকার লড়াইয়ে এগিয়ে গেছে অনেকখানি। প্রথম তিন দিনেই যদি সিনেমাটি ১৫ কোটি ডলারের বেশি আয় করতে পারে, তবে ‘দ্য টোয়াইলাইট সাগা: নিউ মুন’কে ছাড়িয়ে এটিই হবে সর্বকালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের তালিকায় নবম সিনেমা। আর ১৫ কোটি ডলারের সীমারেখা ছাড়িয়ে গেলে ‘ফিউরিয়াস সেভেন’ হারিয়ে দেবে ‘স্পাইডার-ম্যান থ্রি’কেও।

বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন ২০১৪ সালে ঠিক একই সময়ে মুক্তি পাওয়া মার্ভেলের সুপারহিরো সিকুয়াল ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’কে খুব সহজেই টপকাতে পারবে ‘ফিউরিয়াস সেভেন’। এখনও পর্যন্ত এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে সাড়ে নয় কোটি ডলার আয় নিয়ে এটিই সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের রেকর্ডটি দখলে রেখেছে। এছাড়া চলতি বছরের সবচেয়ে বড় হিট ‘ফিফটি শেডস অফ গ্রে’-এর আয়কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছে ‘ফিউরিয়াস সেভেন’। ডাকোটা জনসন এবং জেইমি ডোরন্যান অভিনীত ইরটিক ড্রামাটি প্রথম সপ্তাহান্তে আয় করেছিল সাড়ে আট কোটি ডলার।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজেরও সবচেয়ে বড় হিট সিনেমা হওয়ার পথে রয়েছে ‘ফিউরিয়াস সেভেন’। দুই বছর আগে মুক্তি পাওয়া ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’-এর উদ্বোধনী আয় ছিল নয় কোটি সাত লাখ ডলার। পরবর্তীতে ২৩ কোটি ডলারেরও বেশি আয় করে এটিই পরিণত হয় সিরিজটির সবচেয়ে বেশি আয় করা সিনেমায়।

ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে নির্মীত সিনেমাটি আন্তর্জাতিক বাজারেও সাফল্যের শীর্ষে রয়েছে। অস্ট্রেলিয়া, জার্মানি, হংকং, ভারত, ইতালি এবং যুক্তরাজ্যের বাজারে এখন এটিই ইউনিভার্সালের প্রথম দিন সবচেয়ে বেশি আয় করা সিনেমা।

বক্স-অফিসে এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানে আছে ড্রিমওয়ার্কসের অ্যানিমেশন সিনেমা ‘হোম’। গত সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাটি চলতি সপ্তাহে আয় করেছে এক কোটি ডলারের কিছু বেশি। সব মিলিয়ে সিনেমাটি আয় করে নিয়েছে নয় কোটি ছয় লাখ ডলার।

বাংলাদেশ সময়: ১৮:০৪:০৮   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ