ডিজিটাল পদ্ধতির প্রশ্ন প্রণয়ন করে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ।

Home Page » শিক্ষাঙ্গন » ডিজিটাল পদ্ধতির প্রশ্ন প্রণয়ন করে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ।
সোমবার, ৬ এপ্রিল ২০১৫



images3.jpgবঙ্গ নিউজ ডটকমঃ ডিজিটাল পদ্ধতির প্রশ্ন প্রণয়ন ও বিতরণ করে এপ্রিল মাসের শেষ দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্টদের নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্মশালার আয়োজন করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আলমগীর বাংলানিউজকে বলেন, ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন পরীক্ষার দিন সকালে জেলা প্রশাসন অফিসে পাঠানো হবে। সেখান থেকে ডাউনলোড ও প্রিন্ট করার পর প্রশ্ন পরীক্ষার কেন্দ্রে যাবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ৯ ও ১০ এপ্রিল এ কর্মশালায় বুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা ডিজিটাল পদ্ধতির প্রশ্ন প্রণয়ন বিষয়ে হাতে-কলমে অবহিত করবেন।

ডিজি বলেন, নেটওয়ার্ক থেকে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে নির্দিষ্ট সময়ের আগে ডাউনলোড করতে হবে। অনেক টেকনিক্যাল বিষয় রয়েছে, যা হাতে-কলমে না শিখলে হবে না।

দুটি নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছে।

প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ১০ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় এ বিজ্ঞপ্তির আলোকে অস্থায়ীভাবে প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ডিজিটাল পদ্ধতির প্রশ্ন প্রণয়ন ও বিতরণে মন্ত্রণালয়ের কাছে বাজেট চাওয়া হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, বুয়েটে ওয়ার্কসপ শেষে চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রাক-প্রাথমিকের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর রিটের কারণে অপর নিয়োগ পরীক্ষা আটকে আছে, নিষ্পত্তি হলে দ্রুত ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানান মো. আলমগীর।

বাংলাদেশ সময়: ১১:০৭:০১   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ