আন্তর্জাতিক আদালতে যোগ দিয়েই ইসরায়েলকে ফিলিস্তিনের হুমকি

Home Page » বিশ্ব » আন্তর্জাতিক আদালতে যোগ দিয়েই ইসরায়েলকে ফিলিস্তিনের হুমকি
সোমবার, ৬ এপ্রিল ২০১৫



images2.jpgবঙ্গ নিউজ ডটকমঃ ফিলিস্তিনের প্রাপ্য করের অর্থ পুরোপুরি আদায়ে অস্বীকৃতি জানানোয় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার হুমকি দিয়েছেন স্বাধীনতকামী অঞ্চলটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।গত ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আইসিসি’র অন্তর্ভূক্ত হয়ে মাত্র পাঁচদিনের মাথায় রোববার (৫ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুমকি দিলেন ফিলিস্তিনি নেতা।

ইসরায়েল ফিলিস্তিনের প্রাপ্য অর্থের দুই-তৃতীয়াংশ দিয়েছে জানিয়ে এসময় মাহমুদ আব্বাস বলেন, পুরোপুরি না দিলে সে অর্থও ফিলিস্তিন ফেরত পাঠাবে।

তিনি বলেন, আমরা তাদের পাঠানো অর্থ ফেরত দিচ্ছি। হয় তারা পুরো অর্থ পাঠাবে, না হলে আমরা আইসিসিতে যাবো। এর বাইরে আমরা অন্য কোনো কিছু মেনে নেবো না।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এ হুমকির প্রেক্ষিতে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ডিসেম্বরে ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগদানের ঘোষণা দেওয়ার পরপরই অঞ্চলটিকে বশে রাখতে তাদের জন্য কর ও শুল্ক আয় বাবদ প্রতি মাসে তের কোটি ডলার সংগ্রহ শুরু করতে থাকে ইসরায়েল।

কিন্তু এরপরও যখন ফিলিস্তিন আইসিসিতে যোগ দেওয়ার উদ্যোগ বজায় রাখে, তখন ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে গত জানুয়ারিতে দেশটির নামে সংগৃহীত করের অর্থ সরবরাহ স্থগিত করে দেয় ইসরায়েল।

তবে, শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে গত শুক্রবার (৩ এপ্রিল) বিদ্যুৎ, পানি ও চিকিৎসাখাতের অর্থ কেটে রেখে বাকি করের অর্থ ফিলিস্তিনকে হস্তান্তর করতে সম্মত হয় ইসরায়েল। সেসময় তেলআবিব জানায়, তারা আপাতত ফিলিস্তিনের পাওনা ৪৯ কোটি ২০ লাখ ডলারের মধ্যে ৪০ কোটি হস্তান্তর করবে। বাকি অর্থ ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনিকে বিভিন্ন ইউটিলিটি সহযোগিতার জন্য কেটে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১১:০২:৩৬   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ