মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল: চার প্লাটুন বিজিবি সদস্য নগরীতে টহল

Home Page » জাতীয় » মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল: চার প্লাটুন বিজিবি সদস্য নগরীতে টহল
সোমবার, ৬ এপ্রিল ২০১৫



bbbbbb.jpgবঙ্গ নিউজ ডটকমঃ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার আদেশ আসার পর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।নগরীতে প্রায় দু’হাজার অতিরিক্ত পুলিশ শতাধিক স্পটে মোতায়েন করা হয়েছে। চার প্লাটুন বিজিবি সদস্য নগরীতে টহল দেয়া শুরু করেছে।

২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র অপারেশন অফিসার মেজর তানভির মাহমুদ বলেন, রায় পরবর্তী কেউ যাতে সহিংস কোন ঘটনা ঘটাতে না পারে, এইসএসসি পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য আমরা রাস্তায় আছি।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ আসার সঙ্গে সঙ্গেই ফোর্সগুলোকে মাঠে নামানো হয়েছে। তারা বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। থানাগুলোকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, মৃত্যুদণ্ড বহাল রাখার আদেশকে কেন্দ্র করে কেউ সাংঘর্ষিক কোন পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে।

এদিকে সকাল সাড়ে ৯টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে চার প্লাটুনে ৮০ জন বিজিবি সদস্য।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন মেজর তানভির।

সোমবার (৬ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার (৬ এপ্রিল) সকালে রিভিউয়ের এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে রোববার (৫ এপ্রিল) সকালে শুনানি শেষ হলে সোমবার রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১০:৩৯:৪৫   ৩৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ