পৃথিবীর ধনী ব্যক্তি তারাই যাদের রয়েছে এই ৭ টি সম্পদ :

Home Page » এক্সক্লুসিভ » পৃথিবীর ধনী ব্যক্তি তারাই যাদের রয়েছে এই ৭ টি সম্পদ :
রবিবার, ৫ এপ্রিল ২০১৫



42.jpgবঙ্গনিউজ ডটকমঃ হাতে একেবারেই অর্থকড়ি নেই? ব্যংকে জমানো টাকাও অনেক নেই বা হয়তো একেবারেই নেই। ভাবছেন আপনি অনেক বেশি অসহায়, গরীব? তাহলে আপনি ভুল করছেন। অর্থকড়ি দিয়ে ধনীর হিসাব হয় সবক্ষেত্রে বাহ্যিক দিক দিয়ে। কিন্তু মনের দিক দিক দিয়ে ধনী কারা জানেন? তারা অর্থকড়ি ছাড়াই অনেক বেশি ধনী।

কারণ তাদের কাছে রয়েছে পৃথিবীর অমূল্য সম্পদ। তারাই অনেক বেশি সুখী যাদের কাছে এই টাকা পয়সা এবং অর্থ দিয়ে কেনা জিনিসের চাইতেও দামী অমূল্য সম্পদ রয়েছে। এই সম্পদগুলো থাকলেই আমরা জীবনে অনেক বেশি সুখী হতে পারি। পেতে পারি আরও অনেক কিছু।

১) সুস্থ জীবন
অর্থকড়ি দিয়ে কিন্তু নিজের সুস্বাস্থ্য কিনতে পারবেন না কখনো। মনকে হয়তো প্রবোধ দিতে পারবেন আপনি সুখী আছেন। কিন্তু যখন আপনি নিজে সুস্থ জীবন যাপন করবেন না তখন এইসব অর্থ একেবারেই মূল্যহীন মনে হতে থাকবে। সত্যিকারের সুখ পাবেন না। সুস্থ জীবন রয়েছে আপনার, আপনিই তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী।

২) পারিবারিক অটুট বন্ধন
টাকা দিয়ে কি আপনি আপনার পরিবারের বন্ধন মজবুত করতে পারবেন? না। পরিবার পাশে থাকলে আপনি অনেক বাঁধা বিপত্তিই এড়িয়ে যেতে পারবেন অনায়েসে যা শুধু অর্থকড়ি দিয়ে পাড় হওয়া সম্ভব নয় একেবারেই। তাহলে ধনী কে হল? অবশ্যই পরিবারের অটুট বন্ধনের মানুষটি।

৩) সত্যিকারের বন্ধু
প্রয়োজনের সময় পাশে থাকা একজন মানুষের অভাব এবং বিনা দ্বিধায় কারো কাছে সব কথা বলে ফেলার মতো শান্তি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। একজন সত্যিকারের বন্ধু আসলেই অমূল্য সম্পদ যা শুধু আপনারই থাকবে। টাকা দিয়ে এই সুখ কিনতে পারবেন না। অনেক ধনী মানুষেরই সত্যিকারের বন্ধু হয় না। ভাবুন তো তারা কতোটা একা। এবার ভাবতে পারছেন আপনি কতোটা ধনী।

৪) নিঃস্বার্থ ভালোবাসা
সত্যিকারের ভালোবাসা কখনোই সম্পদের বিনিময়ে কিনতে পাওয়া যায় না। সত্যিকারের ভালোবাসা অমূল্য। যিনি আপনাকে ভালোবাসেন তাকে কেউ প্রলোভনের মাধ্যমে নিয়ে যেতে পারবেন না। কিন্তু যিনি শুধু আপনার অর্থকড়ি ভালোবাসেন তিনি হয়তো আপনার থেকেও ধনী কারো দিকে ঝুঁকে যাবেন। সুতরাং ভালোবাসা দিক দিয়ে আপনি জয়ী, আপনিই ধনী।

৫) প্রিয়জনের সাথে কাটানোর মতো সময়
নিজের পরিবার এবং আপন মানুষগুলোর সাথে কাটানো সময়গুলো সবচাইতে অমূল্য হয়ে থাকে। এই সুখস্মৃতিগুলো সব সময়েই জীবনের সাথে থেকে যায়। আপনি যতো ধনীই হন না কেন, এই ধরণের সুখস্মৃতি যদি আপনার জীবনে না থাকে তাহলে শেষ বয়সে বসে আফসোসই করবেন।

৬) সফলতা
আপনি যদি অসৎ উপায়ে নিজের সফলতা নিয়ে আসেন তাহলে তা ক্ষণস্থায়ী। যেটা আপনার কাছ থেকে যে কেউ ছিনিয়ে নিতে পারবে। কিন্তু আপনি যদি নিজের চেষ্টায় সফল হন তাহলে আপনারটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার অমূল্য সম্পদটি তো আপনার কাছেই থাকবে।

৭) জ্ঞান
একজন জ্ঞানী লোকের জ্ঞান কখনোই মূল্য দিয়ে কেনা সম্ভব নয়। এবং এটি কেউ চুরিও করতে পারবে না। ধনী লোকের অর্থ যে কেউ চাইলেই ছিনিয়ে নিতে পারবে, কিন্তু জ্ঞানী লোকের জ্ঞান কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে ধনী মূলত কে হলো আপনি নিজেই বিবেচনা করুন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৩১   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ