২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী

Home Page » জাতীয় » ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ৫ এপ্রিল ২০১৫



iii.jpgবিশেষ প্রতিনিধিঃ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক আইন জারি হতো- উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। শনিবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।মোহাম্মদ নাসিম বলেন, আগে উত্তরবঙ্গে জঙ্গি ছিল বাংলা ভাই। এখন বাংলাভাই নেই, আছে খালেদা জিয়া। বর্তমানে দেশের একমাত্র জঙ্গি খালেদা জিয়া। জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পেট্রোল বোমা মেরে ২০০ মানুষকে হত্যা করেছে। তারা ইলেকশন, ইলেকশন করছে, কিন্তু ২০১৯ সালের একদিন আগেও ইলেকশন হবে না।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, আপনারা সিটি নির্বাচনে আসুন। সেখানে যে ফলাফল হবে, তা আমরা মেনে নেব। কিন্তু আমার বিশ্বাস, তারা যেভাবে মানুষ হত্যা করেছে, তাদের কেউ ভোট দেবে না।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিক্যাল কলেজে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও শূন্য পদ পূরণে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদকে নির্দেশ দেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একটি পরিবহণ বাস, একটি অ্যাম্বুলেন্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এর আগে ফিতা কেটে স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য অতিথিদের নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রিফাত আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা, ইকবাল আর্সানাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাতক্ষীরা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. এসজেড আতিক।
২০১০ সালের ২৩ জুলাই শ্যামনগরে এক জনসভায় সাতক্ষীরায় একটি আধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১২ সালের ২০ জুলাই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সাতক্ষীরা শহরের অদূরে বাঁকালে প্রায় ৪০ একর জমির উপর সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরমধ্যে মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যকীয় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও চিকিৎসকদের জন্য ছয়টি আবাসিক ভবনের নির্মাণ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৫১:১৪   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ