বুড়িগঙ্গায় আরো পাঁচ লাশ উদ্ধার

Home Page » সংবাদ শিরোনাম » বুড়িগঙ্গায় আরো পাঁচ লাশ উদ্ধার
শনিবার, ৪ এপ্রিল ২০১৫



05_trawlercapsize_buriganga_030415_0001.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ থাকার তথ্য না থাকলেও শনিবারও নদীতে তল্লাশি চালানো হবে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মোমতাজ উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের টহল ও ডুবুরি দল আবারও নদীতে উদ্ধার তৎপরতা শুরু করলে পাঁচজনের লাশ পাওয়া যায়। এদের মধ্যে কয়েকজনের লাশ ভেসে উঠেছিল।

এই পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজধানীর লালবাগ শহীদনগর এলাকার বাসিন্দা আব্দুস সামাদ (৩৫) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে মাদ্রাসাছাত্র হাবিব (১২)।

নিহত অন্য তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব থেকে ৭০/৮০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রলারটি বেলা পৌনে ১টার দিকে কেরাণীগঞ্জের আলীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গা নদীতে ‘সাথীবুল বাহার-২’ নামে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়।

আশপাশের লোকজনের সহায়তায় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকেন। দুর্ঘটনার পরপরই নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। এছাড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর সন্ধ্যা পর্যন্ত কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের উদ্ধারকর্মীরা নদী থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলটি কেরানীগঞ্জে হলেও ট্রলারডুবির ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নেয়।

শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়ে আরো তিনজনের লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৬   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ