প্রশাসনে বড় নাশকতার ছক!

Home Page » আজকের সকল পত্রিকা » প্রশাসনে বড় নাশকতার ছক!
শনিবার, ৪ এপ্রিল ২০১৫



nnn.jpgবিশেষ প্রতিনিধিঃপ্রশাসনে বড় নাশকতার ছক!বিএনপি ও জামায়াত প্রশাসনে বড় ধরনের নাশকতা করার ছক করছে। তাদের অনুসারী কর্মকর্তা-কর্মচারীরা এতে জড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের অধস্তন কর্মচারীদের প্রতি বিশেষ নজর রাখতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বিএনপিসহ ২০ দলীয় জোট চলমান আন্দোলন কর্মসূচিতে ছাড় দিয়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলেও তারা গোটা প্রশাসনে নাশকতার ছক করছে। সরকারের একটি সংস্থা এ শঙ্কা ব্যক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে বিষয়টি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ বিভাগের সচিবসহ সব সচিবকে জানানো হয়েছে। যাতে সরকারের সব দফতরের কর্মচারীদের তৎপরতার প্রতি তাদের বিশেষ নজর থাকে। তারা যেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে যাবতীয় খোঁজ রাখেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার যুগ্মসচিব একেএম মফিজুল হকের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আন্দোলনের নামে তারা গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে সাধারণ মানুষ হত্যা, অগ্নিদগ্ধ করা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রেললাইন উৎপাটন ও ট্রেন ভাঙচুরসহ ব্যাপক ধ্বংসাত্মক এবং নাশকতামূলক কর্মকাণ্ড করে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।
সম্প্রতি সন্ত্রাসীরা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের মনে আতঙ্ক এবং দেশব্যাপী গুরুত্বপূর্ণ স্থাপনায় বৃহৎ আকারে নাশকতা করার পরিকল্পনা করে অগ্রসর হচ্ছে। গোটা প্রশাসনও তাদের ছকে রয়েছে।
প্রতিবেদনের আলোকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থায়/সংস্থাগুলোয় চাকরিরত কর্মকর্তা ও কর্মচারীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয় সে বিষয়ে বিশেষ সতর্কমূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়।
গত ৮ মার্চ সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র, টেলিফোন অফিসসহ বিভিন্ন জরুরি সেবাদান সংস্থায় বিএনপি-জামায়াত অনুসারীরা নাশকতা চালাতে পারে এমন আভাস দিয়ে চিঠি দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব সংস্থার নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়। এ চিঠির রেশ কাটতে না কাটতেই প্রায় এক মাসের মাথায় প্রশাসনে বড় ধরনের নাশকতা করার আশঙ্কা করে আরেকটি চিঠি দেয়া হলো।
বিএনপি-জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর গত মার্চে প্রশাসন পরিচালনার কেন্দ্রবিন্দু সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রশাসনিক কর্মকর্তার কক্ষ থেকে সরকারবিরোধী লিফলেট উদ্ধার করে পুলিশ। ওই লিফলেটসহ ৩ জনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
এর আগে ফেব্রুয়ারির শেষ দিকে বিদ্যুৎ ভবন থেকে সচিবালয়ের ভেতরে ককটেল নিক্ষেপ করা হয়। ওই সময়ে ঘটনাস্থলের সিসি ক্যামেরা বন্ধ থাকায় দায়িত্বরত অপারেটরসহ তিনজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১:০২:১৬   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ