খালেদাকে গ্রেপ্তারে শাজাহানের গণপদযাত্রা রবিবার

Home Page » প্রথমপাতা » খালেদাকে গ্রেপ্তারে শাজাহানের গণপদযাত্রা রবিবার
শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫



15.jpgবঙ্গনিউজ ডটকম: এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারে গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

আগামী ৫ এপ্রিল রবিবার এই কর্মসূচি পালন করবে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, যেটির আহ্বায়ক শাজাহান খান।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

শাজাহান খান জানান, ওইদিন বিকেল তিনটায় গণপদযাত্রা কর্মসূচি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হবে। শেষ হবে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে। পরে সেখানে পদযাত্রায় অংশগ্রহণকারীদের শপথ পড়ানো হবে।

খালেদা জিয়াকে গ্রেপ্তার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হচ্ছে, সরকার তাকে আরো পচার সুযোগ করে দিচ্ছে। এতে করে খালেদা জিয়ার আসল চেহারা দেশের মানুষের কাছে উন্মোচিত হবে।’

শাজাহান খান বলেন, ‘কিন্তু আমরা খালেদা জিয়ার গ্রেপ্তার এবং বিচার চাই। এজন্য নানা কর্মসূচি পালন করে আসছি। এবার তাকে গ্রেপ্তারে গণপদযাত্রা কর্মসূচি দিয়েছি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া এখন বঙ্গবন্ধুর মত প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে। জনসম্পৃক্ততা হারিয়ে সন্ত্রাসীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন তিনি।’

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করছেন। শিক্ষার্থীদের জীবন ধ্বংসে মেতে উঠেছেন।’

সংবাদ সম্মেলনে তিনি ১২ দফা দাবিও তুলে ধরেন। তাদের এ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত, মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে উজ্জীবিত ও রাষ্ট্রপরিচালনা সুনিশ্চিত, ধর্মীয় অনুভূতিতে ঠেকানো।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, নারীনেত্রী শিরীন আক্তার, আব্দুল মালেক, আলাউদ্দিন মিয়া, বদরুদ্দোজা মিজান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:১৩:২৯   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ