জেনে নিন পৃথিবী সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

Home Page » এক্সক্লুসিভ » জেনে নিন পৃথিবী সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫



21.jpgবঙ্গনিউজ ডটকমঃ আমরা মানুষ। পৃথিবীবাসী। লক্ষ লক্ষ বছর ধরে আমরা এই পৃথিবীতে বাস করছি। এখান থেকেই আমরা সমগ্র জগতকে জানার চেষ্টায় রত আছি। কিন্তু আমরা এই পৃথিবী সম্পর্কে কতটুকু জানি? পাঠক, আসুন জেনে নেওয়া যাক পৃথিবী সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ তথ্য।

১। সৌরমণ্ডলের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই তিন অবস্থায় পানি পাওয়া যায়। কঠিন (বরফ), তরল (জল), বায়বীয় (বাষ্প বা মেঘপুঞ্জ)। আর এটা অনস্বীকার্য্য যে, জীবনধারণের জন্য পানির ভূমিকা অপরিসীম।

২। পৃথিবীর আনুমানিক বয়স পাঁচ বিলিয়ন বছর। যদিও পৃথিবীতে জীবনের আগমন ঘটে ১৫০ থেকে ২০০ মিলিয়ন বছর আগে। সে হিসেবে পৃথিবীতে জীবনের সময়কাল পৃথিবীর বয়সের মাত্র ৫% থেকে ১০%।

৩। সৌরমণ্ডলের গ্রহগুলোর মধ্যে পৃথিবী ও বুধের অবস্থান খুব কাছাকাছি। সে হিসেবে এ দুটি গ্রহের অভ্যন্তরের কণাগুলোর বন্ধনও প্রায় একই।

৪। পৃথিবী, তার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। ৩৬৪ দিনের অতিরিক্ত সময়কে মোট

৬ ঘন্টা হিসাব করা হয়, যা একদিনের এক-চতুর্থাংশ। প্রতিবার বছর হিসাব করা হয় ৩৬৫ দিনে। এই অতিরিক্ত ৬ ঘন্টা প্রতি চার বছর পরপর মূল সময়ের সাথে যুক্ত করা হয়, যাকে আমরা লিপ ইয়ার বলি। আগামি লিপ ইয়ার হবে ২০১৬ সাল।

৫। ধীরে ধীরে কমে আসছে পৃথিবীর গতি। কয়েক বছর পর পর, অতিরিক্ত এক সেকেন্ড যোগ করা হয় এই হারানো সময় পুরণ করতে। কোটি বছর পূর্বে পৃথিবীতে ২০ ঘন্টায় এক দিন হতো, যা আজ হয় ২৪ ঘন্টায়। এটা বলা হয়ে থাকে যে, আরো কোটি বছর পর, পৃথিবীতে ২৭ ঘন্টায় একদিন হবে।

৬। পৃথিবীর মধ্যদেশ, যা পৃথিবীর শাঁস, সেটা গলিত শিলাপিণ্ড দিয়ে তৈরি, যা মাঝে মাঝেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছে। পৃথিবীর অভ্যন্তভাগের তাপমাত্রা ৭,৫০০ ডিগ্রি সেলসিয়াস, যা সূর‌্যপৃষ্টের তাপমাত্রার চেয়েও বেশি।

৭। সৌরমণ্ডলের মধ্যে পৃথিবীতেই ঈশ্বরের নাম প্রকাশ হয়।

৮। এই গ্রহটির নাম পৃথিবী হলেও, এর পৃষ্ঠদেশের মাত্র ২৯% মাটি (পৃথিবী)। বাকি ৭১% পানি।

৯। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে, সৌরমণ্ডলের গ্রহগুলোর মধ্যে পৃথিবীকেই সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। কারণ, সৌরালোক পৃথিবীর পানিতে প্রতিসরিত হয়।

১০। পৃথিবী, সৌরমণ্ডেলের একমাত্র গ্রহ, যেখানে ভূতাত্ত্বিক কর্মকাণ্ড স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। যেমন: ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, কার্বন ডাই অক্সাইড নির্গমন ইত্যাদি।-সূত্র: বব দ্য এলিয়েন্স।

বাংলাদেশ সময়: ১১:৪৯:২৪   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ