বাংলাদেশিদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন দুই কর্মকর্তা

Home Page » বিশ্ব » বাংলাদেশিদের উদ্ধারে ইয়েমেন যাচ্ছেন দুই কর্মকর্তা
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫



13.jpgবঙ্গনিউজ ডটকম : ইয়েমেন আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে সেদেশে যাচ্ছেন দুই কর্মকর্তা।
বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ওই স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) আমরা দুজন কর্মকর্তাকে ওমান থেকে জিবুতি পাঠাচ্ছি। সেখান থেকে তারা ইয়েমেনের এডেনে যাবেন। ওই দুজন ইয়েমেনে বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করবেন। দরকারি ভ্রমণ নথিপত্র দেবেন। প্রয়োজনে জাহাজে করে পারাপারে সাহায্য করবেন।’
সংশ্লিষ্টরা জানান, ওই দুই কর্মকর্তা আগামী শুক্রবারের মধ্যে ইয়েমেনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতের পক্ষ থেকে বলা হয়, জাহাজে পর্যাপ্ত আসন থাকা সাপেক্ষে তারা বাংলাদেশিদের ফেরত আনতে সহায়তা করবে।
এদিকে বুধবার পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ‘ইয়েমেনে ১৫০০ থেকে ৩০০০ বাংলাদেশি থাকতে পারে। যেহেতু দেশটি স্বল্পোন্নত, সেখানে বহুসংখ্যক বাংলাদেশির থাকার সম্ভাবনা নেই। যারা সেখানে আছেন, তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।’

সৌদি আরবের সীমান্ত সংলগ্ন ইয়েমেনে বাংলাদেশের কোনো দূতাবাস নেই।
শিয়া হুতি বিদ্রোহীদের দমনে কয়েক দিন ধরে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে বিমান হামলা চলছে। এতে এখন পর্যন্ত বহু লোক নিহত হয়েছে।
এমন পরিস্থিতিতে দেশটিতে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে চীন, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র।

ইয়েমেনে অবস্থানরত বাংলাদেশিরাও সরকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৪২:১৩   ৩৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ