ইলিশ সংরক্ষণে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Home Page » প্রথমপাতা » ইলিশ সংরক্ষণে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
বুধবার, ১ এপ্রিল ২০১৫



5.jpgবঙ্গনিউজ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ সংরক্ষণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৫ উপলক্ষে দেয়া আজ এক বাণীতে এই আহবান জানান। প্রধানমন্ত্রী বাণীতে আরো বলেন, জাটকা আহরণকারী প্রায় ৩২ হাজার অতিদরিদ্র জেলের বিকল্প কর্মসংস্থানের জন্য দেশের সমুদ্র ও নদী তীরবর্তী ১২টি জেলার ৫১টি উপজেলায় ৪৯ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও অবহেলিত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের কাজ শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, জাটকা সংরক্ষণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর নির্ভর করে আগামী দিনের বড় ইলিশ। তাই জাটকা সংরক্ষণে সময়োপযোগী ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ইলিশ সংরক্ষণ ও উন্নয়নে সরকার বদ্ধপরিকর।তিনি বলেন, সরকার জাটকা ধরা থেকে বিরত রাখতে মৎস্যজীবী প্রত্যেক পরিবারের জন্য খাদ্য সহায়তা বৃদ্ধি করে ৪০ কেজিতে উন্নীত করেছে, যা ২০০৯ সালের পূর্বে ছিল মাত্র ১০ কেজি।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে এবং প্রাণিজ আমিষের যোগানে মাছের যে কোন প্রজাতির তুলনায় ইলিশের অবদান সবচেয়ে বেশি। ইলিশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ১ হতে ৭ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, রূপালী ইলিশ আমাদের ঐতিহ্য ও গর্বের সাথে মিশে আছে। ইলিশের জন্য বিশ্বজুড়ে রয়েছে আমাদের আলাদা খ্যাতি ও পরিচিতি। এর উচ্চমাত্রার আমিষ, চর্বি ও খনিজ পদার্থ মেধাসম্পন্ন জাতি গঠন এবং খাদ্য নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ইলিশের সহনশীল উৎপাদন বজায় রাখার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা রয়েছে। ইলিশ রক্ষায় আমাদের সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলেই বাংলাদেশ এ কৃতিত্বের দাবিদার বলে তিনি বাণীতে উল্লেখ করেন।জাটকা নিধন বন্ধ ও ইলিশ সংরক্ষণ সংক্রান্ত সরকারের প্রচার-প্রচারণা শুধু জাটকা সংরক্ষণ সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহতভাবে চালিয়ে যাবার জন্য আহবান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯:১৪:০৮   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ