সুইস ব্যাংকে মুসার ৯৩ হাজার কোটি টাকা

Home Page » প্রথমপাতা » সুইস ব্যাংকে মুসার ৯৩ হাজার কোটি টাকা
বুধবার, ১ এপ্রিল ২০১৫



4.jpgবঙ্গনিউজ ডটকমঃ সম্প্রতি বাংলাদেশের আলোচিত এই ব্যবসায়ী রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থার কাছে তার টাকার ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন । তার সুইস ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্টে আরো ৫ বিলিয়ন ডলার থাকার কথা স্বীকার করেছেন।

 

এর আগে মুসা বিন শমসেরের‘৭ বিলিয়ন ডলার’ অর্থের অনুসন্ধান করতেযোগাযোগ করে সুইস ব্যাংকে।এই অনুসন্ধানে গিয়ে মুসা বিন শমসেরের আরো ৫ বিলিয়ন মার্কিন ডলারের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে মিুসা নিজেই তার আরো এই পাচঁ বিলিয়ন ডলারের কথা      শিকার করেছেন।

মুসা বিন শমসের দুদককে জানিয়েছেন, সুইস ব্যাংকে তার কেবল একটিমাত্র অ্যাকাউন্ট রয়েছে। তবে এ অ্যাকাউন্টে সাত বিলিয়ন নয়, বর্তমানে মোট জমা ১২ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার কোটি টাকার (প্রতি ডলার ৭৮ টাকা হিসেবে) সমপরিমাণ। এ অর্থ জব্দ অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

বৈধভাবেই এ অর্থ সুইস ব্যাংকে জমা হয়েছে দাবি করে দুদককে মুসা বলেছেন, বাংলাদেশ থেকে তার কোনো অর্থই সুইস ব্যাংকে জমা হয়নি।

সুইস ব্যাংকে মুসার জব্দকৃত অর্থের পরিমাণ ৭ বিলিয়ন ডলার বলেই দুদকের কাছে তথ্য ছিলো । আর এই টাকার অংক ধরেই অনুসন্ধান চালাচ্ছিলো দুদক।
তবে মুসা জানান বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশেই কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে তার একাউন্টে এ অর্থ জমা হয়েছে। তবে জব্দ হওয়া এ অর্থ ফেরত পেতে আইনি চেষ্টা চালাচ্ছেন বলেও জানান মুসা বিন শসমের।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অস্ত্র ব্যবসার কথাই আগে আনে। ফোর্বস ম্যাগাজিনের গতবছরের তথ্যানুযায়ী, বিশ্বের সেরা দশজন অস্ত্র ব্যবসায়ীর মধ্যে তিনি অন্যতম।সম্প্রতি দুদকের অনুসন্ধান টিম মুসার মালিকানাধীন বনানীস্থ জনশক্তি প্রতিষ্ঠান ‘ড্যাটকো’ এবং তার গুলশানের বাসায় পরিদর্শনে যান। মুসাও সেসময়ে উপস্থিত ছিলেন।
মূসার সম্পদের বিবরন
মূসা বিন শমশের সম্প্রতি দুদককে জানিয়েছেন- ৪২ বছর বিদেশে বৈধভাবে ব্যবসার মাধ্যমেই তিনি ১২ বিলিয়ন ডলার উপার্জন করেছেন, যা সুইস ব্যাংকে তার নিজস্ব একাউন্টে জমা হয়েছে। তার একাউন্টে প্রত্যেকটি ইনকামিং রেমিটেন্স বা মানি ট্রান্সফার হয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। সৌদি-আরব, কুয়েত, ইরাক, মিসর, সিরিয়া ও পাকিস্তানসহ অনেক দেশের সরকারি প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত পাওনা পরিশোধের বিপরীতে এসব অর্থ ব্যাংকটিতে জমা হয়েছে বলে দুদকের কাছে দাবি করেন তিনি।

দুদকের জেরায় তিনি আরও দাবি করেন, সুইস ব্যাংকে তার একটি মাত্র একাউন্ট এবং ওই একাউন্টে শুধু বাংলাদেশেই নয়, কোন দেশ থেকেই সন্দেহজনক মানি ট্রান্সফারের ঘটনা ঘটেনি।

সাভারে ১২শ বিঘা জমি!

সত্তরের দশকে তার নামে ঢাকা জেলার সাভার অঞ্চলে বিভিন্ন দাগে বিভিন্ন সময় এবং বিভিন্ন দলিল ও সাফ-কবলার মাধ্যমে প্রায় ১২শ’ বিঘা জমি তিনি খরিদ করেছেন। তার অধিকাংশ জমি বর্তমানে গাজীপুর জেলার বিভিন্ন মৌজায় তফসিলভুক্ত। অধিকাংশ সময় দেশে না থাকায় এসব জমির খাজনা পরিশোধ করে নামজারি করা সম্ভব হয়নি। তবে গত কয়েক বছরে দেশের অবস্থানের কারণে জমিগুলো পুনরুদ্ধারে নামজারি করে নিজের আয়ত্বে আনায় চেষ্টা করছেন।

১৯৯৭ সালে ব্রিটিশ নির্বাচনে লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী টনি ব্লেয়ারের নির্বাচনী প্রচারের জন্য ৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এই ব্যবসায়ী।

সুইস ব্যাংকে ৭ বিলিয়ন ডলারের অর্থের অনুসন্ধানে গতবছরের নভেম্বরে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৮ ডিসেম্বর দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে। চার নারী নিরাপত্তাকর্মীসহ ৪০ জনের ব্যক্তিগত দেহরক্ষীর বহর নিয়ে তিনি সেদিন রাজকীয় কায়দায় দুদকে প্রবেশ করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের জানান, সুইস ব্যাংকে জব্দকৃত অর্থ অবমুক্ত হলে এসব অর্থ পদ্মাসেতু নির্মাণসহ মানবকল্যাণে ব্যয় করবেন।

১৯৪৫ সালের ১৫ অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে জন্ম নেয়া মুসা ‘ড্যাটকো’র মাধ্যমে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন। তার এ প্রতিষ্ঠানটি গত তিন দশক ধরে বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে।

এ প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশে মুসা বিন শমসের পুরোপুরি জনশক্তি রপ্তানির ব্যবসায় নিয়োজিত রয়েছেন। গত কয়েকবছর ধরে টানা বিদেশে অবস্থান করলেও বর্তমানে দেশে তার বনানীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ড্যাটকো’ এবং রাজধানীর গুলশানের ৮৪ নম্বর রোডে ‘দ্য প্যালেস’ নামে ১৫ নম্বর বাড়িটিতে কাটছে মুসা বিন শমসেরের সময়।

বাংলাদেশ সময়: ১৯:০৪:৫৯   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ