শাহ মুখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত প্রশিক্ষনার্থী নিহত

Home Page » জাতীয় » শাহ মুখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত প্রশিক্ষনার্থী নিহত
বুধবার, ১ এপ্রিল ২০১৫



 3.jpgবঙ্গনিউজ ডটকম: রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামে এক প্রশিক্ষনার্থী নিহত ও প্রশিক্ষক ইন্সটেক্টর সাইদ কামাল গুরুতর আহত হয়েছেন। আহত ইন্সটেক্টর সাইদ কামালকে রাজশাহী ক্যান্টনমেন্ট হাসপাতালে (সিএমএইচএ) ভর্তি করার পর তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় তাকে বিকেলে ঢাকা হাসপাতালে নেয়া হয়। বুধবার দুপুর আড়াই টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত পাইলট তামান্নার বাড়ি রাজধানী ঢাকার নিকুঞ্জ-২ নম্বর এলাকায় বলে জানানো হয়েছে। দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমান উদ্ধারের কাজ শুরু করা হয়। একই সাথে দুর্ঘটনার কারণ খুজে বের করতে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।বাংলাদেশ ফ্লাইং একাডেমীর ইঞ্জিনিয়ার রুমি জানান, বাংলাদেশ ফ্লাইং একাডেমীর ১৫২ বিমান নিয়ে ইন্সটেক্টর সাইদ কামাল ও প্রশিক্ষনার্থী তামান্না রহমান আকাশে উড়ে। বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে প্রশিক্ষনার্থী তামান্না রহমান ঘটনা ঘটনাস্থলেই মারা যান। বিমানে থাকা প্রশিক্ষক সাইদ কামাল অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে বিমান কর্তৃপক্ষ সাইদ কামালকে উদ্ধার করে রাজশাহী ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করেন। তবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার কারণ খুজতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে জানান ইঞ্জিনিয়ার রুমি।

অপরদিকে আহত সাইদ কামালের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসার জন্য একটি বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকা পাঠানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ বিমানটি টেকঅফ করার সময় ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিলো। গ্রাউন্ডে সিগন্যাল পাঠিয়েই রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের চেষ্টা চালানো হলেও শেষ রক্ষা হয়নি। রানওয়েতে টাচ করলেও ফ্লাইটটি ছিটকে পড়ে।

এদিকে স্থানীয়দের অভিযোগ শাহমুখদুম বিমানবন্দর কর্তৃপক্ষের অবহেলার কারণে উদ্ধার তৎপরতা অনেকটাই দেরিতে হয়েছে। কারণ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসতেও অনেক দেরি করেছে। তবে এব্যাপারে কর্তৃপক্ষ কোন কথা বলতে চাননি। রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ প্লেনটি সেসনা-১৫২ মডেলের ছিল।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৪১   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ