অবরোধের মাঝেই এইচএসসি পরীক্ষা শুরু আজ

Home Page » প্রথমপাতা » অবরোধের মাঝেই এইচএসসি পরীক্ষা শুরু আজ
বুধবার, ১ এপ্রিল ২০১৫



11.jpgবঙ্গনিউজ ডটকমঃ বাংলাদেশে বিরোধী জোটের ডাকে চলমান অবরোধের মাঝেই আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এ বছর ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানাচ্ছে শিক্ষা মন্ত্রনালয়।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ হরতালের মধ্যেই একাধিকবার পেছানোর মধ্য দিয়ে কয়েকদিন আগে শেষ হয়েছে মাধ্যমিক বা এসএসসি সমমানের পরীক্ষা।

হরতালের কারণে নির্ধারিত দিনগুলোর পরিবর্তে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় ছুটির দিনে।

তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এবার আর পরীক্ষা পেছানো হবে না। নির্ধারিত দিনেই পরীক্ষাগুলো নেয়া হবে।

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৪ হাজার ৩৬০ জন, ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ৪ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তবে অবরোধ-হরতালে সন্তানদের পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকরা।

ঢাকার আজিমপুর এলাকার একজন বাসিন্দা সুলতানা খান বলছিলেন, তার ছেলে এবার এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে।

জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজনৈতিক অনিশ্চিত এক পরিস্থিতিরি মধ্যে বিষয়টি উদ্বেগের মধ্যে ফেলেছে তাকে।

দেশের উত্তরাঞ্চরে রংপুর এলাকা থেকে আরেকজন অভিভাবক হোসনে আরাও একইরকম উদ্বেগের কথা জানান।

এমন পরিস্থিতিতে সন্তানদের পরীক্ষা প্রস্তুতিও ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। সন্তানদের পরীক্ষা কেন্দ্রে আনা-নেয়ার ক্ষেত্রে নিরাপত্তাহীনতর আশঙ্কা থাকে বলে জানান হোসনে আরা।

তবে হরতাল অবরোধে ক্লাস এবং পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণায় অভিভাবকরা বলছেন, তারা চান ছুটির দিনের পরিবর্তে নির্ধারিত দিনেই পরীক্ষা হোক।

কিন্তু তার আগে সেই পরিবেশ তৈরি করার দাবি তোলেন তারা।

সুলতানা খান বলছিলেন, অবরোধ বা হরতালকে কেন্দ্র করে যেকোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তার দায় নিতে হবে সরকার ও বিরোধ দল দুপক্ষকেই।

বাংলাদেশ সময়: ১০:১৫:০৮   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ