কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল:

Home Page » প্রথমপাতা » কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল:
বুধবার, ১ এপ্রিল ২০১৫



1.jpgবঙ্গনিউজ ডটকম: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি পিছিয়ে ৫ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

বুধবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ধার্য করে।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি আবদুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে গতকাল মঙ্গলবার আসামিপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের অসুস্থতার কারণ দেখিয়ে শুনানি পেছাতে চার সপ্তাহের আবেদন করেন কামারুজ্জামানের আইনজীবীরা। আদালত আজ সে আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ধার্য করে।

কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মুনির বলেন, জ্যৈষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসুস্থ থাকায় তিনি শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না। তাই কামারুজ্জামানের রিভিউ শুনানির জন্য আমরা আদালতের কাছে সময় আবেদন করলে তা মঞ্জুর হয়ে ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।’

এর আগে কামারুজ্জামানের রিভিউ শুনানির সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল দিন ধার্য করে আদালত। ২০১৩ সালের ৯ মে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।

এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ গত বছরের ৩ নভেম্বর তার ফাঁসি বহাল রাখেন। ১৮ ফেব্রুয়ারি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছায়।

৫ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় কামারুজ্জামানের পক্ষে রিভিউ আবেদন করেন তার আইনজীবীরা। মোট ৭০৫ পৃষ্ঠার রিভিউ আবেদনে ৪৪টি যুক্তি দেখিয়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাতিল ও তার খালাস চেয়েছেন আসামিপক্ষ।

রিভিউ আবেদন বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, রিভিউ আবেদন দাখিল হওয়ায় আপাতত কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:০৮:০৮   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ