বুধবার বিক্ষোভ, বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার হরতাল

Home Page » প্রথমপাতা » বুধবার বিক্ষোভ, বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার হরতাল
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫



32.jpgবঙ্গনিউজ ডটকম: লাগাতার অবরোধের সঙ্গে চলা ৪৮ ঘণ্টা হরতাল শেষ হওয়ার আগেই ফের একই কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আগামী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

একই সঙ্গে আগামীকাল বুধবার সারাদেশের জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ২০ দলের নেতাকর্মীরা।

তবে যথারীতি উত্তর ও দক্ষিণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতাল কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে।

বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু। এতে তিনি হরতাল ও বিক্ষোভ কর্মসূচি আহ্বানের ব্যাখ্যাও দিয়েছেন।

বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০-দলীয় জোটের গুমকৃত সকল বিরোধী নেতাকর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তি, গণগ্রেপ্তারসহ মামলা-হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি এই হরতাল ও বিক্ষোভ সমাবেশ পালিত হবে।

তিনি বলেন, অন্যান্য কর্মসূচি পরিবর্তিত হলেও ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিএনপি এবং ২০-দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান বরকত উল্লাহ বুলু।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:১৯   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ