১ এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

Home Page » জাতীয় » ১ এপ্রিল থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫



jatka_sm_625768323.jpgবঙ্গ-নিউজ  ডটকমঃ ইলিশ সম্পদের সহনশীল উন্নয়নে জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’।‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ শ্লোগানকে সামনে রেখে আগামী ৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

বর্তমান সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ প্রকল্পসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাটকা রক্ষা ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সর্ম্পকে জেলে সম্প্রদায়, মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, ডিপো ও বরফ কল মালিক, বোট মালিক, আড়তদার এবং সংশ্লিষ্ট সবার মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে জাটকা সংরক্ষণ সপ্তাহে জাতীয় পর্যায়ে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ এপ্রিল বিভিন্ন জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। দ্বিতীয় দিন ট্রাকযোগে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, মাছ বাজারে জাটকা সংরক্ষণ আইন প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

জাটকা সংরক্ষণ সপ্তাহের তৃতীয় দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সন্ধ্যায় রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রর্দশনী। চতুর্থদিন চাঁদপুর অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে।

পঞ্চমদিনে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন এবং মেঘনা নদীর মূলহেড থেকে হরিনা পর্যন্ত নৌ-ৠালির আয়োজন।

ষষ্ঠ দিন মৎস্য অধিদপ্তরে জাটকা সংরক্ষণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন এবং ইলিশ বিষয়ক কর্মশালা। কর্মসূচির সপ্তম দিন ইলিশ গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ এপ্রিল বরিশালে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং ১৬ এপ্রিল বরিশালে নৌ- ৠালি অনুষ্ঠিত হবে।

জাটকা আহরণকারী মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান ও ভিজিএফ কর্মস‍ূচির আওতা বৃদ্ধি করে আপৎকালীন খাদ্য সহায়তা প্রদান এবং গণসচেতনতা সৃষ্টিতে মন্ত্রণালয় এক সমন্বিত কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে।

মৎস্য মন্ত্রণালয় জানায়, ইলিশের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২০১৩-১৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ৩.৮৫ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানাবিধ কারণে ইলিশের প্রজনন ও বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবন্ধকতার মধ্যে অতিমাত্রায় ডিমওয়ালা ইলিশ আহরণ, কারেন্ট জালের ব্যবহার, নৌকার যান্ত্রিকায়নসহ জাটকা নিধন অন্যতম।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪২   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ