সিটির পর যে কোনো সময় জাতীয় নির্বাচন হবে: আকরাম

Home Page » প্রথমপাতা » সিটির পর যে কোনো সময় জাতীয় নির্বাচন হবে: আকরাম
সোমবার, ৩০ মার্চ ২০১৫



1.jpgবঙ্গনিউজ ডটকম: আসন্ন তিনটি সিটি করপোরেশন নির্বাচনের পর যে কোনো সময়ে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন হতে পারে।বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

এ সময় তিনি উদ্বিগ্ন ব্যবসায়িদের আশ্বস্ত করে বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

সোমবার দুপুরে ‘বাংলাদেশে ব্যবসার পরিস্থিতি’ বিষয়ক আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভায় এসব আশাবাদ ব্যক্তি করেন কাজী আকরাম।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, রাজনৈতিক অস্থিরতায় দেশে আস্থার সংকট দেখা দেয়। এতে বিনিয়োগ কমে যায়। আমদানি-রপ্তানি থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হয় দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য।

তাই চলমান রাজনৈতিক পরিস্থিতির শুরু থেকেই উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।

অ্যামচেম সভাপতি আফতাব-উল ইসলাম বলেন, ‘দেশে এখন ভয়, হুমকি, অবিশ্বাস বিরাজ করছে, যা ব্যবসা-বাণিজ্যের গতিরোধ করছে। এতে ব্যবসায়ীরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন।’

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘সঠিক গণতন্ত্রের জন্য ধৈর্য, সহনশীলতা জরুরি। আর উন্নয়নের স্বার্থে ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা করতে দিতে হবে।’

তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান কাজী আকরাম। এবার সে চেষ্টায় ব্যবসায়ীরা সফল হবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি এবং আশা করছি পরিস্থিতির পরিবর্তন করতে পারব। কারণ, জনগণ ভোটের বিষয়ে চিন্তা করতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের পর যে কোনো সময়ে আরেকটি নির্বাচন হতে পারে, যাতে অংশ নিতে পারে সব রাজনৈতিক দল।’

বাংলাদেশ সময়: ২৩:৩১:২৭   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ