ব্যাপক খোলামেলা রূপে আসছেন হাসমি-তনুশ্রী জুটি

Home Page » বিনোদন » ব্যাপক খোলামেলা রূপে আসছেন হাসমি-তনুশ্রী জুটি
সোমবার, ৩০ মার্চ ২০১৫



77.jpgবঙ্গনিউজ ডটকমঃ অবশেষে পাঁচ বছর পর বলিউডে ফিরছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী তনুশ্রী দত্ত। এর আগে বেশ কয়েকবারই তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে চলতি বছরের মাঝামাঝিতেই তার নতুন ছবি মুক্তি পাচ্ছে। মহেশ ভাটের নতুন ছবির মধ্য দিয়েই তার প্রত্যাবর্তন ঘটছে। এরই মধ্যে ছবির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক করা হয়েছে ‘জা¹- দ্য বস’। তবে নামটি পরিবর্তনও হতে পারে।

এ ছবিতে ইমরান হাশমির বিপরীতে কাজ করতে দেখা যাবে তনুশ্রীকে। এর আগে সর্বশেষ ২০১০ সালে ভৌতিক ছবি ‘রোক’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর থেকে দেশ বিদেশে স্টেজ শো নিয়েই ব্যস্ত হয়ে পড়েন এ অভিনেত্রী। আকাশছোঁয়া সম্মানীর বিনিময়ে এখনও বিভিন্ন স্টেজ শোতে পারফরম করে থাকেন তনুশ্রী। আর এ কারণেই বলিউডের দীর্ঘ একটা বিরতিতে যান তিনি। উল্লেখ্য, ‘আশিক বানায়া আপনে’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল তনুশ্রীর।

সেই ছবিতে ইমরান হাশমির বিপরীতে বিছানার রগরগে সাহসী দৃশ্যে কাজ করে ব্যাপক আলোচনায় চলে আসেন তিনি। এরপর প্রায় সব ছবিতেই নিজের সেক্সসিম্বল ইমেজ অক্ষুণ রেখেছিলেন। তবে মূলধারার অভিনেত্রীদের তালিকায় আসতে পারেননি তিনি। নতুন ছবিতেও তনুশ্রীকে দেখা যাবে ব্যাপক খোলামেলারূপে। এ ছবিতে ইমরানের সঙ্গে একাধিক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তনুশ্রী।

তবে দীর্ঘ সময় পর নতুন ছবির শুটিং করা নিয়ে দারুণ উত্তেজিত ও আনন্দিত তিনি। এ বিষয়ে তনুশ্রী বলেন, আসি আসি করে বলিউডে ফেরা হচ্ছিল না। তবে ইমরান ও মহেশ জি’র অনুরোধে আর না ফিরে পারলাম না। অনেক উপভোগ করছি শুটিং। ছবিটি জুলাইতে মুক্তির কথা রয়েছে। তাই আমি খুব উত্তেজিত। বরাবরের মতো সুপারহট তনুশ্রীকেই এখানে পাওয়া যাবে। আশা করছি ভাল লাগবে সবার।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৯   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ