শীর্ষ ৫ বিশ্ব কাপ ২০১৫ঃ

Home Page » ক্রিকেট » শীর্ষ ৫ বিশ্ব কাপ ২০১৫ঃ
সোমবার, ৩০ মার্চ ২০১৫



302.jpgবঙ্গনিউজ ডটকম: ক্রিকেট, ব্যাট-বলের খেলা হলেও বিশ্বকাপের এবারের আসর শুরুর আগে বোলারদের আধিপত্যের ইঙ্গিত দিয়েছিলেন বোদ্ধারা। তবে কয়েক ম্যাচ অতিবাহিত হওয়ার পর উল্টো সুর পাওয়া যায়।

৩৮টি শতকের মাধ্যমে এগারোতম বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে নতুন জায়গা করে নিয়েছে। আর টানা চার শতকের মাধ্যমে শুধু বিশ্বকাপ নয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

২০১৫ বিশ্বকাপে ৬৮. ৩৭ গড়ে ৯ ইনিংসে ৫৪৭ রান করেছেন কিউই ব্যাটসম্যান মার্টিন গাপটিল। যা এ বিশ্বকাপে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। ১৭ ছক্কা ও ৫৯ চারে তিনি এ রান সংগ্রহ করেন, সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ অপরাজিত।

১০৮ গড়ে সাত ইনিংসে ৪১২ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাঙ্গাকারা। লঙ্কান এ ব্যাটসম্যানের ছয় সাতটি ও চার রয়েছে ৫৭টি। সর্বোচ্চ ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে ১১৭ রান।

৪৮২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৯৬ গড়ে সাত ইনিংসে এ রান করেন তিনি। ২১ ছক্কা ও ৪৩ চারে বিশ্বকাপের তৃতীয় এ সংগ্রাহকের সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‍অপরাজিত ১৬২ রান।

পরপর দুই শতকের মাধ্যমে বিশ্বকাপে চতুর্থ স্কোরার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। ৬ ইনিংসে ৭২ গড়ে মোট সংগ্রহ ৪৩৩ রান। ৪৩ চার ও ১২ ছয়ে এ রান করতে সর্বোচ্চ ইনিংসটি খেলেন ভারতের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস।

এবারের বিশ্বকাপে ৪১২ রান করে সর্বোচ্চ পাঁচ স্কোরারের তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় ব্যাটসম্যান শেখর ধাওয়ান। ৫১ গড়ে ৮ ইনিংসে এ রান করেন তিনি। ৯টি ছয় ও ৪৮টি চারে এ রান করতে সর্বোচ্চ ইনিংসটি খেলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ইনিংসটি ছিল ১৩৭ রানের।

এদিকে, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিক‍ায় নবম স্থানে রয়েছেন বাংলাদেশি মাহমুদুল্লাহ রিয়াদ। ছয় ইনিংসে ৭৩ গড়ে ৩৬৫ রান করেন তিনি। সর্বোচ্চ অপরাজিত ১২৮ রানের ইনিংসের পাশাপাশি বিশ্বকাপে পরপর দু’টি শতকের রেকর্ড গড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১১:২৭:১২   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ