খোলামনে নির্বাচনে এলে অবরোধ তুলে নিন: খাদ্যমন্ত্রী

Home Page » জাতীয় » খোলামনে নির্বাচনে এলে অবরোধ তুলে নিন: খাদ্যমন্ত্রী
রবিবার, ২৯ মার্চ ২০১৫



2922.jpgবঙ্গনিউজ ডটকমঃ বিএনপি খোলা মনে নির্বাচনে আসেনি দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খোলা মনে নির্বাচনে এলে অবরোধ প্রত্যাহার করেন। এটা আপনাদের সম্মানজনক এক্সিটের সুবর্ণ সুযোগ। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে মুক্তিযোদ্ধা চিকিৎসক ইউনিট। হরতাল প্রত্যাহার করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, হরতালের ১২টা বাজিয়েছেন। এখনও অবরোধ অব্যাহত রেখেছেন।

নির্বাচনে আসবেন কর্মসূচিও অব্যাহত থাকবে, তা হতে পারে না। তারা খোলা মনে নির্বাচনে আসে নাই। বিভিন্ন কথাবার্তা বলেই যাচ্ছেন। খোলা মনে নির্বাচনে এসে থাকলে অবরোধও প্রত্যাহার করুন। সুস্থ রাজনীতিতে ফিরে আসুন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবির জবাবে কামরুল বলেন, হরতাল-অবরোধে যারা আগুন দিয়েছে, ককটেল-পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তারা যেমন অপরাধী, তেমনি পরিকল্পনাকারীরাও অপরাধী। ভালো মানুষকে নির্বাচনে সমর্থন দিন। লেভেল প্লেয়িং ফিল্ড হবে। এই লেভেল প্লেয়িং ফিল্ড তো সন্ত্রাসী,অপরাধীদের অবাধে চলতে দেবে না।

তিনি বলেন, অপরাধী বা সন্ত্রাসীদের সমর্থন দিলে আইন তাদের ছোবে না, এটা হতে পারে না। বুদ্ধিজীবীদের জ্ঞানপাপী আখ্যা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ১৯৭১ এ কিছু বুদ্ধিজীবী-জ্ঞানপাপী তাদের সমর্থন করেছে। এখনও কিছু জ্ঞানপাপী তাদের (বিএনপি) সমর্থন করছে। মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ সভাপতি অধ্যাপক সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান ও সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:১৭   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ