ড. ইউনূসের অনিয়ম থাকলে খতিয়ে দেখবে দুদক

Home Page » প্রথমপাতা » ড. ইউনূসের অনিয়ম থাকলে খতিয়ে দেখবে দুদক
রবিবার, ২৯ মার্চ ২০১৫



293.jpgবঙ্গনিউজ ডটকম: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

রোববার(২৯ মার্চ’২০১৫) দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, অভিযোগ রয়েছে ড. মুহাম্মদ ইউনূস ও তার সহযোগীরা প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষুদ্রঋণ সহায়তার অর্থ অন্য খাতে সরিযেছেন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যুক্ত নয় এমন কোম্পানিতে ওই অর্থ সরানো হয়েছে। তবে এ সব অভিযোগ গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এরইমধ্যে মিথ্যা বলে দাবি করা হয়েছে।

‘অনিয়মের অভিযোগ দুদক খতিয়ে দেখবে কি-না’-এমন প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান বলেন, ‘উনার (ড. ইউনূস) বিষয়ে যদি কোনো অনিয়মের তথ্য পাই তাহলে আমরা খতিয়ে দেখবো।’

তবে ইউনূসের বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি দুদক চেয়ারম্যান।

মানববন্ধনে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের এবারের প্রতিপাদ্য বিষয়-‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’। যদি আমরা সবাই মিলে দুর্নীতিবাজদের ঘৃণা করি, তাহলে তারা (দুর্নীতিবাজ) দুর্নীতি করতে আগ্রহ পাবে না। তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে।’

‘দুর্নীতি দমন করতে হলে দেশের রাজনীতিবিদসহ সকলকে এ ব্যাপারে সহায়তা করতে হবে’ বলেও জানান তিনি।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এদিন দুদকের প্রধান কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যাি বিজয়নগর-পল্টন-প্রেসক্লাব হয়ে দুদকে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে দুদক কমিশনার(অনুসন্ধান) ড. নাসিরউদ্দিন আহমেদ, সচিব মাকসুদুল হাসান খানসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৪:০৫   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ