শূণ্য বাসর –আল রিআন

Home Page » সাহিত্য » শূণ্য বাসর –আল রিআন
রবিবার, ২৯ মার্চ ২০১৫



image-04ff_4caa2185.jpg
আজ কদিন থেকেই কেন জানি
শুধু তোমার কথা মনে পরে
স্বপ্নের মাঝে ঘুমের ঘোড়ে
দাও দেখা, তুমি এসে-
বসো গিয়ে কোলটি ঘেসে-আমায় ভালবেসে।
কতটা সময় আমরা দু জন দুজনার কথা ভাবতাম-
আর স্বপ্নে রঙে ছবি আকতাম
আজ সেই দিন কোথায় ?
আমরা দু জন দু দুনিয়ায় কঠিন বাস্তবতায়।
তুমি কি এখনও আগের মত
কথায় কথায় রাগ করে গাল ফুলিয়ে থাকো।
মনে কি পরে-রাগ ভাঙাতে
তোমার কাছে কত হতাম নত
কত কি বলে চাইতাম হাসাতে-শুধু রাগ ভাঙাতে
রাস্তার মোড়ে লাল গোলাপ হাতে
কারো আশায়, পথ চেয়ে কি থাকো।
কত দিন ধরে দেখিনা তোমার
ঐ হাসি ভরা মুখ খানি।
কত শত দিন ধরে
শুনিনা তোমার ধ্বনি
তুমিই প্রথম নারী আমার জন্ম জনমের চেনা।
আর কোন দিন হবে কিনা,জানিনা।
তোমার সাথে দেখা, এই পৃথিবীতে
পর জন্মে , লক্ষ যুগ ধরে থাকব তোমারি অপেক্ষাতে।
তুমি স্বর্গের রাণী হয়ে আসবে
তখন শুধু আমায় ভালবাসবে।
[আমার অতি প্রিয় একজন মনের মানুষ,ক্ষনিকের বন্ধু সাবিনা ইয়াসমিন মৌ।যার সাথে পরিচয় হয় রাগ-অনুরাগ দিয়ে।পরে একে অন্যের ভাল বন্ধু হই। কোন এক কারণে শুভ নামের এক অশুভ এসে আমাদের জীবনকে যন্তনার সাগরে ডুবিয়ে দিয়ে যায়]

বাংলাদেশ সময়: ১১:৪৮:২৫   ৬১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ