বঙ্গনিউজ ডটকমঃ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৯ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলাটি শুরু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার শেষে নিউজিল্যান্ডর সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান। রস টেইলর ১৩ এবং গ্র্যান্ট এলিয়ট ৬ রানে ব্যাট করছেন। এছাড়া কেন উইলিয়ামসন ১২, মার্টিন গাপটিল ১৫ এবং ম্যাককালাম ০ রান করে আউট হন।
অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, জনসন এবং ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।
সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের এটিই প্রথম বিশ্বকাপ ফাইনাল।
শিরোপা জেতার জন্য আশাবাদী দুদলই। বিশ্বকাপের শুরু থেকেই নিজেদের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে নিউজিল্যাণ্ড।
পরিসংখ্যান কিংবা ক্রিকেট পন্ডিতরা যাই বলুন, ইতিহাস গড়ার জন্য পুরোপুরি প্রস্তুত নিউজিল্যান্ড। স্যার রিচার্ড হ্যাডলি এবং মার্টিন ক্রোর মতো কিংবদন্তিরা যেটা পারেননি, সেটা করার জন্য হিমালয় সমান দৃঢ় ব্রেন্ডন ম্যাককালামরা। যেই দৃঢ়তা প্রথম থেকেই দেখিয়ে আসছে তারা।
অন্যদিকে শুরু থেকে দাপটের সঙ্গে খেলতে না পারলেও বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে দারুন খেলছে অস্ট্রেলিয়া। বিশেষ করে সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে সব বিভাগে ভালো করায় পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলতে আত্মবিশ্বাসী মাইকেল ক্লার্কের দল।
তাছাড়া আজকের ম্যাচটি মাইকেল ক্লার্কের সর্বশেষ ম্যাচ। এই ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে গুডবাই জানাবেন ক্লার্ক। তাই ক্লার্কের হাতে শিরোপা তুলে দিয়ে তার বিদায়টাকে স্মরণীয় করে রাখতে চায় অজিরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) যে দলই বিশ্বকাপ শিরোপা উচিয়ে ধরুক- হবে ইতিহাস। অস্ট্রেলিয়া জিতলে অনন্য এক উচ্চতায় পৌঁছাবে তারা। পাঁচবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি স্থাপন করবে অজিরা। আর নিউজিল্যান্ড জয়লাভ করলে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে পাবে ক্রিকেট বিশ্ব।
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই এক চুল পরিমাণ এগিয়ে রাখা যাচ্ছে না কোনো দলকে।
বিশ্বকাপ ইতিহাসে দশমবারের মতো মুখোমুখি হচ্ছে দু’দল। এর আগে নয়বারের দেখায় ছয়টিতে অজিরা ও বাকি তিন ম্যাচে কিউইরা জয়ী হয়।
ওয়ানডে পরিসংখ্যানেও ব্ল্যাক ক্যাপসরা বেশ পিছিয়ে। ১২৬টি ওডিআই ম্যাচের মধ্যে ৮৫ ম্যাচেই হার মানে নিউজিল্যান্ড। জয় মাত্র ৩৫টি। ছয় ম্যাচ পরিত্যক্ত হয়।
নিউজিল্যান্ড একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও জস হেইজলউড।
বাংলাদেশ সময়: ১০:৪৯:৪৬ ৩৫৮ বার পঠিত