ডিসিসি নির্বাচন: রাজনীতিতে ইতিবাচক ইঙ্গিত

Home Page » আজকের সকল পত্রিকা » ডিসিসি নির্বাচন: রাজনীতিতে ইতিবাচক ইঙ্গিত
রবিবার, ২৯ মার্চ ২০১৫



bongo2.jpgবিশেষ প্রতিনিধিঃসাম্প্রতিক রাজনৈতিক ঘোষণা আর বিবৃতি বলছে, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ ও বিএনপি নেতৃত্বাধীন উভয় জোটই এখন নির্বাচনমুখী।সর্বশেষ, ২০ দলীয় জোটের হরতাল থেকে সরে এসে বিক্ষোভ মিছিলের ঘোষণাকে সুস্থ রাজনীতির আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। জনগণকে গণতন্ত্রের শেষ বিচারক হিসেবে উল্লেখ করে দুই জোটের জন্য তাদের পরামর্শ, জনগণের রায়ের উপর আস্থা রাখার।
দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা-কল্পনার অবসান হয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। বিএনপির নেতৃত্বের ২০ দলীয় জোটের প্রায় ২ মাসের টানা হরতাল-অবরোধের মাঝেই আসে তফসিলের ঘোষণা।
এ নির্বাচনকে কেন্দ্র করে আবারো সুস্থ রাজনীতির যে আভাস মিলছিলো তারই ইঙ্গিত পাওয়া গেলো ২০ দলীয় জোটের সর্বশেষ বিবৃতিতে। হরতাল থেকে সরে এলো, বিক্ষোভ মিছিলের ঘোষণা।
প্রধান দুই রাজনৈতিক জোটের এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে, দুই রাজনৈতিক শক্তির মধ্যে জমে থাকা অবিশ্বাস আর দ্বন্দ্বকে সরিয়ে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দু’দলের মধ্যে যে অবিশ্বাস সেটি এখনো অব্যাহত আছে। তবে আমার মনে দু’দলের এখন উচিত জনগণের উপর বিশ্বাস রাখা। জনগণ যা বলবে তা মেনে নেওয়া। এর মধ্য দিয়ে একটি গণতন্ত্রের কাঠামো তৈরি হবে।’
আর, দেশের জনগণ সব সময়ই গণতন্ত্রমুখী বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক বলেন, ‘তারা তাদের উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। আর জনগণই শেষ বিচারক। তাদের বিচারে যারা শ্রেষ্ঠ, তারাই প্রতিনিধি হবেন, দেশ পরিচালনা করবেন।’
তবে, অতীতের নেতিবাচক পদক্ষেপকে পেছনে ফেলে দুই রাজনৈতিক জোট জনগণের প্রয়োজনে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব দেবে বলে আশা করছেন এ বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময়: ১০:০৩:৫১   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ