বঙ্গনিউজ ডটকমঃপৃথিবীর সৃষ্টি হতে এ পর্যন্ত বিভিন্ন ইতিহাসের সৃষ্টি ও ধ্বংস হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন শাসকগণ বিশ্ব শাসনে নেতৃত্ব দিয়েছেন। সময়ের কালচক্রে তাদের মধ্যে অনেকেই বিভিন্ন নিকৃষ্ট পদক্ষেপ নিয়েছিলেন। নেপোলিয়ান রাজা হাজার হাজার মানুষকে মৃত্যু মুখে পতিত করেছেন। বুশ এর মত প্রেসিডেন্ট রাজনৈতিক লাভের আশায় বিভিন্ন সহিংসতার সৃষ্টি করেন। বিংশ শতাব্দীতে হিটলার বা স্টালিন এর মত শাসকেরা যুদ্ধ করেছিল। তাহলে, এদের মধ্যে কে সবথেকে বেশী নিকৃষ্ট ছিল? জানেন কি?
শাসক সবাই হতে পারে, তবে একজন ভালো শাসক হতে হলে কিছু গুনের প্রয়োজন রয়েছে। সবাই ভালো শাসক হতে পারেন না। ইতিহাসের পাতায় মন্দ শাসকের নিকৃষ্টতম পদক্ষেপ এর বর্ণনা গাঁথা রয়েছে। কে কেমন নিকৃষ্ট ছিল আসুন জেনে নিই-
১. জর্জ ডব্লিউ বুশ:
জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অনেকগুলো কারন রয়েছে। অধিকাংশ মানুষের বিশ্বাস পৃথিবীতে আজ এত সহিংসতা থাকার প্রধান কারন জর্জ ডব্লিউ বুশ। অবশ্যই তিনি তার যুগের সব থেকে নিষ্ঠুরতম শাসক। সন্ত্রাসের বিরুদ্ধে তার তথাকথিত যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। গবেষকদের মতে, তার যুদ্ধে বেপরোয়া খরচ, ভ্রান্ত যুদ্ধ এবং অনমনীয়তার কারনে তিনি খুব নিম্ন স্তরে গণ্য হবেন। বুশ ২০০৯ সালে সি স্প্যানের শীর্ষ ৮ খারাপ প্রেসিডেন্টদের মধ্যে নির্বাচিত হন। ২০১০ সালের সিয়েনা রেঙ্কিং এ বুশ পৃথিবীর নিকৃষ্টতম ৫জন প্রেসিডেন্টদের মধ্যে নির্বাচিত হন।
২. কুইন মেরি:
কুইন মেরি সবার কাছে ব্লাডি মেরি নামে বেশী পরিচিত। ইতিহাসের সবচেয়ে খারাপ শাসকদের মধ্যে তাকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তার ইংল্যান্ড কে আবার রোমান ক্যাথলিক এ পরিবর্তন করার পদক্ষেপে কেউ খুশি হতে পারে নি। তখন তার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল, তাদের মধ্যে প্রায় ৩০০ জনকে তিনি পুড়িয়ে মেরে ফেলেন। এটা বলা হয় যে, ফরাসিদের কাছে ইংল্যান্ড এর অধিকাংশ অঞ্চল হেরে যাবার পর থেকে, তাকে ইতিহাসের সবথেকে মন্দ নারী হিসেবে বিবেচনা করা হয়।
৩. এরিয়েল শ্যারন:
এরিয়েল শ্যারন একজন ইস্রাইলি প্রধানমন্ত্রী। ফরাসি সংখ্যালঘুদের ক্ষেত্রে সংকীর্ণমনা, অবহেলার কারনে তার শাসনের ক্ষেত্রে অনেক বিতর্ক উঠে। তার শাসনকালের সকল বিতর্কের জন্য তাকে দায়ী করে, এই নিকৃষ্টতম তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৪. কুইন রানাভালোনা:
কুইন রানাভালোনা মাদাগাস্কার এর প্রেসিডেন্ট ছিলেন। মাদাগাস্কার এর ম্যাড(পাগল) রানী হিসেবে তার পরিচিতি রয়েছে। সে তুং এর অনুরূপ কুইন রানাভালোনা এক লাখের চেয়ে বেশী মানুষকে মৃত্যু মুখে পতিত করেন। তিনি মাত্র এক সপ্তাহের মধ্যে ১০,০০০ মানুষকে নিহত করেন।
৫. জর্জ এইচ ডব্লিউ বুশ:
জর্জ এইচ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। প্রধানত তার অর্থনৈতিক নীতির কারনে তাকে সবচেয়ে খারাপ শাসকদের অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে জাতীয় ঋণের হার অস্বাভাবিক হারে বেড়ে যায়।
তাদের নিষ্ঠুরতা ও কিছু খারাপ কর্মের কারনে আজও ইতিহাসের পাতায় তাদের খারাপ হিসেবে মনোনীত করা হয়। তবে ভবিষ্যতে হয়ত এর থেকেও নিষ্ঠুর শাসকের দেখা মিলতে পারে।
বাংলাদেশ সময়: ২৩:২৪:৩২ ৩০৬ বার পঠিত