বাংলাদেশের অস্থিরতা ভারতকে প্রভাবিত করে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

Home Page » বিশ্ব » বাংলাদেশের অস্থিরতা ভারতকে প্রভাবিত করে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী
শনিবার, ২৮ মার্চ ২০১৫



289.jpgবঙ্গনিউজ ডটকম ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে তা ভারতের শান্তি ও স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাতে ত্রিপুরায় বাংলাদেশ ভিসা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মানিক সরকার।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই অনুষ্ঠানে মানিক সরকার বলেন, ‘বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী এবং যদি সেখানে কোনো প্রকার রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতা থাকে, তবে তা আমাদের ভারতের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে। প্রতিবেশী হিসেবে আমরা সবসময় চাই, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকুক।’

তিনি আরো বলেন, ‘যারা বাংলাদেশেকে একটি সার্বভৌম দেশ হিসেবে গঠনের বিরুদ্ধে ছিল, তারা সব সময়ই দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ভিসা অফিসের প্রথম সচিব ওবায়দুর রহমান বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে নানা পর্যায়ে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জনগণের সহায়তায় বাংলাদেশ সবসময়ই এসব পরিস্থিতিতে জয়লাভ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন রাজ্যটিতে ১৬ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল, যা সে সময় ত্রিপুরার মোট জনসংখ্যার চাইতেও বেশি ছিল।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:২৯   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ