যোগ হল ৭ লাখ বাংলা শব্দ গুগল অনুবাদে

Home Page » আজকের সকল পত্রিকা » যোগ হল ৭ লাখ বাংলা শব্দ গুগল অনুবাদে
শনিবার, ২৮ মার্চ ২০১৫



bongo-news.jpgবিশেষ প্রতিনিধিঃ১৯৭১ সালে অনেক ত্যাগের বিনিময়ে এসেছিল স্বাধীনতা। সেই স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ দেশের তারুণ্য। তারুণ্যের ছোঁয়া এ দেশের ক্রিকেটে, গার্মেন্ট, কৃষি, শিল্প সবখানে। এবার বাংলাদেশের তরুণদের চেষ্টায় স্বাধীনতার ৪৪তম বার্ষিকীতে সাত লাখের বেশি বাংলা শব্দ ও বাক্যাংশ যোগ হল গুগল অনুবাদে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ”স্বাধীনতা দিবসে আমরা নতুন রেকর্ড গড়েছি। সারা পৃথিবী থেকে বাঙালিরা সবাই মিলে ৭ লাখের বেশি বাংলা শব্দ ও বাক্যাংশ যোগ করেছি গুগল ট্রান্সলেটে। এই রেকর্ডের বিষয়ে গুগল শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।”দেশ-বিদেশের ৮১টি স্থানে বসে বৃহস্পতিবার চার হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী গুগল অনুবাদে নতুন চার লাখ বাংলা শব্দ সংযোজনের এই কর্মসূচিতে যোগ দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ‘বাংলার জন্য ৪ লাখ’ শিরোনামে এ আয়োজনের উদ্যোক্তা ছিল গুগল ডেভেলপারস গ্রুপ- বাংলা।২৬ মার্চ বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয় মূল আয়োজন। একই সময়ে অন্যান্য স্থানেও কম্পিউটারে লগ ইন করেন তরুণ স্বেচ্ছাসেবীরা।মাঝে তিন ঘণ্টা বিরতি দিয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মযজ্ঞ চলে। শেষ পর্যন্ত শব্দ সংযোজনের লক্ষ্য ছাড়িয়ে দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যান স্বেচ্ছাসেবীরা।এর আগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ করা হয়েছিল। শব্দ সংখ্যার হিসাবে বিশ্বে বাংলার অবস্থান সেদিন ছিল দ্বিতীয়। প্রথম স্থানে থাকা স্প্যানিশ ভাষার ৬৮ হাজার শব্দ সেদিন যোগ হয়েছিল গুগল অনুবাদে।
জুনাইদ আহমেদ আগেই জানিয়েছিলেন, নতুন শব্দ যোগ করার এই উদ্যোগ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে।ওই সময়ের মধ্যে যিনি সবচেয়ে বেশি বাংলা শব্দ যোগ করতে পারবেন, গুগল তাকে তিন দিনের শিক্ষাসফরে নিয়ে যাবে সিঙ্গাপুর অফিসে। একইসঙ্গে গুগল ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে ইলেকট্রনিক সার্টিফিকেট।

বাংলাদেশ সময়: ১১:২৬:১৯   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ