একদিনের ক্রিকেটে ফিল্ডিংয়ের নতুন নিয়ম বদল চান ধোনি

Home Page » ক্রিকেট » একদিনের ক্রিকেটে ফিল্ডিংয়ের নতুন নিয়ম বদল চান ধোনি
শুক্রবার, ২৭ মার্চ ২০১৫



2731.jpgবঙ্গনিউজ ডটকমঃ একদিনের ক্রিকেটে আইসিসি-র নয়া ফিল্ডিং বিধির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর ওই নিয়মের পরিবর্তন চাইলেন ধোনি। ৩০ গজ বৃত্তের বাইরে চার ফিল্ডার রাখার নিয়ম একেবারেই ব্যাটসম্যানদের অনুকূল বলে যুক্তি দিয়ে তার বদলের পক্ষে সওয়াল করলেন তিনি।

উল্লেখ্য, গতকালের ম্যাচে একজন সিমার অলরাউন্ডারের অভাব ভারত অনুভব করেছে। কেননা, পঞ্চম বোলার হিসেবে বাঁ-হাতি রবীন্দর জাদেজা গতকালের ম্যাচে অস্ট্রেলিয়ার রানের গতিতে নিয়ন্ত্রণে আনতে পারেননি।

ধোনি বরাবরই স্পষ্ট করে জানিয়েছেন, নতুন ফিল্ডিং নিয়মে ভারতের বোলিংয়ের ক্ষেত্রে প্রতিকূল হয়ে দাঁড়াচ্ছে। কেননা, ওই নিয়ম অনুসারে ৩০ গজ বৃত্তের বাইরে চার জনের বেশি ফিল্ডার রাখা যাবে না। এ ব্যাপারে ধোনি বলেছেন, আমার মতে, ওই নিয়মের বদল হওয়া প্রয়োজন। ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, একদিনের খেলায় আমরা এর আগে ডাবল সেঞ্চুরি দেখিনি। কিন্তু গত তিন বছরে তিনটি দ্বিশতরান (প্রকৃতপক্ষে ৬টি) হয়েছে।

উল্লেখ্য, ভারতেরই তিন ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন। এরমধ্যে রোহিত শর্মা জোড়া দ্বিশতরানের মালিক। এছাড়াও সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগও দ্বিশতরান করেছেন। এছাড়াও চলতি বিশ্বকাপেই ক্রিস গেইল এবং মার্টিন গুপ্টিলও দ্বিশতরান করেছেন।

এ জন্য ধোনি আইসিসির নয়া ফিল্ডিং নিয়মের দিকেই আঙুল তুলেছেন। তিনি বলেছেন, এই নিয়মে ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছেন। বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার থাকলে ডট বল বেশি হচ্ছে বলে ওই নিয়মের পক্ষে সওয়াল করে যে যুক্তি দেওয়া হচ্ছে তাকেও একহাত নিয়েছেন ধোনি। তিনি কটাক্ষের সুরে বলেছেন, তাহলে তো ১১ জনব ফিল্ডারকে বৃত্তের মধ্যে রাখলে আরও বেশি ডট বল হবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৬   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ