হুথির হামলা এড়াতে সৌদিতে ইয়েমেনি প্রেসিডেন্ট

Home Page » বিশ্ব » হুথির হামলা এড়াতে সৌদিতে ইয়েমেনি প্রেসিডেন্ট
শুক্রবার, ২৭ মার্চ ২০১৫



273.jpgবঙ্গনিউজ ডটকম: হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি। ইয়েমেনে উপসাগরীয় দেশগুলোর সামরিক অভিযান শুরুর একদিন পর তিনি দেশ ছাড়লেন।

শুক্রবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা জানা যায়নি।

এর আগে ২৫ মার্চ শিয়া হুথি জঙ্গিদের হামলার ভয়ে বন্দর শহর এডেন থেকে পলিয়েছিলেন প্রেসিডেন্ট মানসুর হাদি। গত দুইদিন তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি।

রিয়াদ বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট হাদি সৌদি যুবরাজের সাথে সাক্ষাত করেন বলে সৌদি টেলিভিশন জানায়।

একই দিনে বিদ্রোহীরা সরকারের প্রতিরক্ষা মন্ত্রীকে আটক করে।

এদিকে হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে যৌথ সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

২৫ মার্চ আন্তর্জাতিক সময় রাত ১১টায় এ অভিযান শুরু হয় বলে নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবেইর।

হুথি দমনে ইয়েমেন সরকারের জাতিসংঘ ও গালফ কাউন্সিলভুক্ত উপসাগরীয় ছয় দেশ- সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ‘হস্তক্ষেপ’ কামনার অংশ হিসেবে এ অভিযান শুরু হয় বলে জানা গেছে।

সৌদি আরব ছাড়া বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও প্রেসিডেন্ট হাদির ডাকে সাড়া দেবে বলে জানা গেছে।

‘ডিসিসিভ স্টর্ম’ নামে এই অভিযানে দেড় লাখ সৌদি সেনা ও অন্তত একশ’ যুদ্ধ বিমান অংশ নিচ্ছে। এছাড়া সহযোগী দেশগুলোর পক্ষ থেকেও সেনা ও প্লেন যোগ দিয়েছে।

এর আগে ইরানি পৃষ্ঠপোষকতাপুষ্ট শিয়া হুথি বিদ্রোহীরা সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানাসহ বেশ কিছু অঞ্চল দখল করে হাদিকে সানা থেকে পালিয়ে এডেনে চলে যেতে বাধ্য করেন।

সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইয়েমেনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেনা ও বিদ্রোহীদের সংঘাতে নিহত হয়েছে আরো ১৮ জন।

বাংলাদেশ সময়: ১১:৫৩:২৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ