প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ব্রাজিল

Home Page » খেলা » প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স-ব্রাজিল
শুক্রবার, ২৭ মার্চ ২০১৫



333.jpgবঙ্গনিউজ ডটকমঃবৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত রাত দুইটায় প্যারিসে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম প্যারিসের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই বিশ্বচ্যাম্পিয়ন।

প্রীতি ম্যাচ হলেও বৃহস্পতিবার দুই দলের খেলায় উত্তাপ ছড়াবে বলেই বিশ্বাস। ১৯৯৮ বিশ্বকাপের ফ্রান্স ও ব্রাজিল দলের দুই অধিনায়ক এবার কোচের ভূমিকায় একে অপরের মুখোমুখি হবেন। সেবার শিরোপা জয় করা ফরাসি অধিনায়ক দিদিয়ের দেশম এখন রয়েছেন করিম বেনজেমাদের কোচের ভূমিকায়। আর ৩-০ গোলে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়া কার্লোস দুঙ্গা নেইমারদের কোচের দায়িত্ব পালন করছেন। ম্যাচটা যেমন ফ্রান্স বনাম ব্রাজিলের, ঠিক তেমনি দেশম বনাম দুঙ্গাও।

১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে ৩-০ ব্যবধানে হেরে যাওয়ার পর ২০০৬ বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিলিয়ানারা। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলিয়ানরা প্রতিশোধ নেয়ার এই সুযোগ হয়তো মিস করতে চাইবেন না।

ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া ব্রাজিল সেই দগদগে ক্ষত কাটিয়ে উঠেছে। নতুন কোচ দুঙ্গার অধীনে বিশ্বকাপের পর খেলা ৬টি ম্যাচেই জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছেন নেইমাররা। ছয় ম্যাচে ১৪ গোল করা দুঙ্গার দল গোল হজম করেছে মাত্র ১টি।

ব্রাজিল দলে তারকার অভাব নেই। নেইমার, ডেভিড লুইস, থিয়াগো সিলভা, অস্কার, হাল্কদের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে দুঙ্গার দলে। বিশেষ করে জাতীয় দলের হয়ে খেলা সর্বশেষ ৬ ম্যাচে ৭ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেই করেন চার গোল।

ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলের জন্য স্বস্তির ব্যাপার হলো- এর আগে ২০১৩ সালে দুই দলের সর্বশেষ সাক্ষাতে ঘরের মাঠে করিম বেনজেমাদের ৩-০ গোলে হারিয়েছেন নেইমাররা। কিন্তু এবার প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে হবে দুঙ্গার দলকে।

অন্যদিকে বিশ্বকাপের পর খেলা ৫ ম্যাচের একটিতেও হারেনি ফ্রান্স। ৩ জয়ের পাশাপাশি দুটিতে ড্র করেছে ফরাসিরা। সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনকে ১-০ ব্যবধানে হারায় ৯৮’র বিশ্বচ্যাম্পিয়নরা।

দিদিয়ের দেশমের ফ্রান্স দল তারুণ্য-নির্ভর। আসন্ন ২০১৬ ইউরোকে সামনে রেখে দেশম দলকে নতুন করে সাজিয়েছেন। করিম বেনজেমা, পল গপবা, অ্যান্টনি গ্রিজম্যান, লরিস ও ভারানের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া ফরাসি দলও যথেষ্ট সমীহ জাগানো। ফলে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় প্যারিস।

সম্ভাব্য একাদশ:

ব্রাজিল: দানি আলভেজ, মিরান্ডা, ফিলিপ লুইস, লুইস গুসতাভো, উইলিয়ান, ফার্নানদিনহো, আদ্রিয়ানো, ড্যানিলো, ডেভিড লুইস, অস্কার ও নেইমার।

ফ্রান্স: করিম বেনজেমা, পল পগবা, অ্যান্টনি গ্রিজম্যান, স্যাগনা, ম্যানডান্ডা, মানগালা, ভারানে, কুরজাওয়া, ভালবুয়েনা, গিগন্যাক ও লরিস,

বাংলাদেশ সময়: ০:৪৭:২০   ৩২২ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ